ফরিদপুরে বাস ও ট্রাকের মুকোমুখী সংঘর্ষে মো. মিলন 💦(৩৮) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।🌜 আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দ൩িকে ফরিদপুর সদর উপজেলার ভূঁইয়াকান্দি এলাকায় এ দুর্ঘ🥂টনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে লাবনী রেডিমেড কনস্ট্রাকশনের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মিলন নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত ৫ জন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্🐻ভব হয়নি।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মিলন নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।