যারা মাঠে বসে কি🐠ংবা টেলিভিশনের পর্দায় ম্যাচটা দেখলেন, তারা নিশ্চয়ই তাকে বাংলাদেশের ‘ক্রিস𝔉 গেইল’ হিসেবে কিছুক্ষণের জন্য হলেও ভাববেন। কারণ, তিনি যেটা করলেন, সেটা অবিশ্বাস্য ও টি-টোয়েন্টির নতুন গল্প। তিনি বাংলাদেশের বরিশালের ছেলে সালমান হোসেন।
শেষ ওভারে দরকার ছিল ২৭ রান। সালমান তখন ক্রিজ𓄧ে। বরিশালের টিম ম্যানেজমেন্টও হয়ত ভাবতে পারেনি এখান থেকে ম্যাচ বের করে আনা সম্ভব ২২ বলে ২৬ রান করা সালমানের জন্য। কিন্তু বরিশালꦆের উইকেটরক্ষক ব্যাটার খেললেন মনে রাখার মতো এক ওভার। শেষ ওভারে দুই ডট বলের পরেও তুললেন ২৭ রান। এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামকে দারুণ এক ম্যাচে ৫ উইকেটে হারাল বরিশাল।
শেষ ওভারটা করতে এসেছিলেন ইফরান হোসেন। শুরুর বলটাই ডট। পরের বলে পয়েন্টের ওপর দিয়ে ছয়। পরের বলটায় সালমান ছয় হাঁকালেন মিড উইকেটের ওপর দিয়ে। ওভারের চতুর্থ বলে কাভার অঞ্চল ဣদিয়ে চার। ১৬ রান উঠেছিল ৪ বলে। শেষ দুই বলে দরকার ৯ রান। ওভারের পঞ্চম বলে ফের ছক্কা। তবে এবারে চট্টগ্রামের ইফরান করলেন নো বল।
ফ্রি হিটের বাড়তি বলটায় রান নিতে পারেননি সালমান হোসেন। শেষ বলে চার মেরেই অবশ্য নিশ্চিত করলেন দলের জয়। ২৮ বলে সালমানের ইনিংস থামল ৫৩ রানে। ম্লান হয়ে গেল তামিম ইকবালের ৫৪ বলেꦯ ৯১ রানের ঝোড়ো ইনিংꦫস।
তামিম ইকবালের সঙ্গে বরিশাল এবং চট্টগ্রাম– দুই বিভাগেরই স্মৃতি আছে দারুণ।🐓 বরিশালের ফ্র্যাঞ্চাইজিতে বিপিএল খেলেছেন তামিম। গত আসরের শিরোপাটাও এনে দিয়েছেন ফরচুন বরিশালকে। আবার তামিম নিজে চট্টগ্রামের ছেলে। এনসিএলে চট্টগ্রামের হয়ে আজকের ইনিংসটাই বলতে গেলে গড়ে দিয়েছে দলের ভিত্তি। শেষ পর্যন্ত তার দলের স্কোর ১৮২। ꩲ;
বরিশালের হয়ে শুরুটা দারুণ করেছিলেন ইফতেখার হোসাইন ইফতি। ৩৯ বলে ৫৬ রানের ইনিংসে♚ ১০ ওভারেই ৭৯ রান জমা করে তারা। কিন্তু এরপর আর কেউই সেভাবে জ্বলে উঠতে পারেননি। মঈন খান ১৬ বলে ২৬ রান করে ম্যাচ রেখেছিলেন নাগালের মাঝে। তবে শেষটা করেছেন সালমান তার ওই এক ওভারের ঝড়ে।