যদি ম্যারাডোনা-মেসির দেশ আর্জেন্টিনা অচীরেই ক্রিকেট বিশ্বে জায়গা করে 🐠নেয়, তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ, আর্জেন্টিনা ব্যাটে-বলের খেলায় এগিয়ে যাচ্ছে কিছুটা হলেও সেভাবেই।
আর্জেন্টিনা ও ব্রাজিলের নাম শুনলেই সকলের চোখের সামনে ভেসে উঠে ফুটবল লিজেꦛন্ড লিওনেল মেসি, নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, আলভারেজদের চেহার✤া। কিন্তু এ দুটি দেশ এবার ক্রিকেট মাঠে নেমেছে।
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে চলছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ꦫআমেরিকার সাব-রিজিওনাল অঞ্চলের বাছাইপর্বের ম্যাচ। এই পর্বে শনিবার মাঠে নামে ব্রাজিল ও আর্জেন্টিনা। আর্জেন্টিনা দুর্দান্ত জয় তুলে নিলেও হেরে গেছে ব্রাজিল।
ব্রাজিল মুখোমুখি হয় কেম্যান দীপপুঞ্জের। টস ﷺজিতে কেম্যান ব্যাটিংয়ে নেমে সাচা অ্যালভিসের তাণ্ডবে নির্ধারিত ২০ 🌳ওভারে ১ উইকেটে ২২৪ রান করে। সাচা ৬৭ বলে ১৫০ রান করে অপরাজিত থাকেন ১৩টি ছক্কা ও ৭টি চারের মার। আরেক অপরাজিত ব্যাটার অক্ষয় নাইডু ৪০ ৫৩ রানে অপরাজিত থাকেন।
জবাবে ব্রাজিল ইনিংসের ওভারের প্রথম বলেই ওপেনার গ্রেইগর ক্যাসলিকে হারায়। দলীয় ১৮ রানে লুইস হেনরিকও বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ব্রাজিল। শেষ পর্যন্ত তারা ৬৫ রানে অলআউট হয়। ১৫৯ রানের বিশাল ব্যবধানে পরাজি♌ত হয় ব্রাজিল। কেম্যানের আলেসান্দ্রো মরিস ৪ উইকেট পান।
আর্জেন্টিনা মুখোমুখি হয় মেক্সিকোর। মেক্সিকোর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে ১২১ রান করে আর্জেন্টিনা। দলের আলেহান্দ্রো ফার্গুসন সর📖্বোচ্চ ৩৪ 𒈔রান করেন।
জবাবে ওপেনিং জুটিতে ৩৩ রান সংগ্রহ করেন মেক্সিকোর দুই ব্যাটার। এরপর শশীকান্তকে (১১) বিদায় করে জুটি ভাঙেন হার্নান ফেনেল। এর পর মেক্সিকোকে চেপে ধরেন আর্জেন্টিনার বোলাররা। স্কোরবোর্ডে ৫০ রান হতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে শতরানের আগেই অলআউট হয় মেক্সিকো। দলের হয়ে স💫র্বোচ্চ ২৭ রান করেন প্রদীপ। আর্জেন্টিনার হয়ে ৩ উইকেট পান ফ্যানেল।
আর্জেন্টিনা ৪ জ🅷য় ও ১ হারে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে ব্রাজিল ৪ পয়েন্💟ট নিয়ে অবস্থান করছে টেবিলের সপ্তম স্থানে। টুর্নামেন্টের শীর্ষ তিন দল যাবে পরবর্তী রাউন্ডে উন্নীত হবে।
গ্রুপ পর্বে ১৭ ডিপসেম্বর সবশেষ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন🌊্টিনা ও ব্রাজিল।