আত্মহত্যার চেষ্টা করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন। মঙ্গলবার 𓆏(১০ ডিসেম্বর) রাতে দেশটির একটি কারাগারে তিনি আত্মহত্যার করার চেষ্টা করেন।
দক্ষিণ কোরিয়ার একজন করܫ্মকর্তার বরাতে বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জাꦿনিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয়ের সংশোধনাগারের প্রধান শিন ইয়ং-হে আইনপ্রণেতাদের বলেন, “মঙ্গলবার রাতে ꦇআটক কেন্দ্রে আত্মহত্যার চেষ্টা করার সময় কর্তৃপক্ষ কিম ইয়ং-হিউনকে উদ্ধার করে।”
এর আগে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ক✅য়েক ঘণ্ট♓া পর সেটি প্রত্যাহার হলেও প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেন। পরে একপর্যায়ে তাকে আটক করা হয়। তখন থেকেই তিনি দেশটির কারাগারে আটক রয়েছেন।
গত সপ্তাহে সামরিক আইন জারির পর নানা ঘটনাপ্রবাহের মুখে পদত্যাগ করেন কিম ইয়ং-হিউন। সেসময় দায় স্বীকার করে কিম জানান, সামরিক আইন সম্পর্কিত সমস্ত পদক্ষেপ তার কর্তৃত্বের অধীনে পরিচালিত হয়েছিল। সেই সঙ্গে জ🉐নসাধারণের কাছে ক্ষমাও চেয়েছিলেন তিনি।