সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী ঐশ্বরিয়া রাই । ১৯৯৭ সালে তামিল সিনেমার মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন। একই বছর বলিউডে যাত্রা শ🐭ুরু করেন। নন্দিত এই অভিনেত্রী দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপꦏ্রিয় ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন। দেশের গণ্ডি পেরিয়ে হলিউড, কান ফিল্মোৎসবের রেড কার্পেটে হাঁটাসহ নিজের ক্যারিয়ারে বহু সোনালি মুহূর্ত দেখেছেন এই নায়িকা। একই সঙ্গে অস্বস্তিকর বিতর্কেও জড়িয়েছেন একাধিক বার।
ক্যারিয়ারের প্রথম থেকে উপমহাদেশে ঐশ্বরিয়া রাই মানেই বিশেষ কিছু। তাকে নিয়ে ভক্ত মনে উত্তেজনার পার🍌দ বরাবরই তুঙꦏ্গে।
একসময় ঐশ্বরিয়াকে নিমন্ত্রণ জানাতে মরিয়া থাকত দেশ বিদেশের নাম করা ভক্তরা। এশিয়ানেট নিꦛউজের খবর অনুযায়ী, সেই ভক্তদের একজন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি। ২০০৮ সালে তিনিও চেয়েছিলেন তার অনুষ্ঠানে অভিনেত্রীকে আনতে।
শোনা যায়, জারদারি নিজের ইচ্ছেপূরণের জন্য ১০ কোটি রুপি ব্যয় করেছিলেন ঐশ্বরিয়ার জন্য । যদিও এর প্রমাণ এখন পর্যন্ত নেই। এ প্রসঙ্গে ঐশ্বর♏িয়াও মুখ খোলেননি। জারদারি থেকে ১০ কোটি রুপি নিয়েছে𝕴ন ঐশ্বরিয়া এমন দাবি করেন পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদ।
জারদারির একটি ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে এই বিশ্লেষক জানতে পারেন পাক &nbsཧp;প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশনা করেন নায়িকা ঐশ্বরিয়া রায়। আর এ জন্য ১০ কোটি রুপি দেন জারদারি। ঘটনার সত্যি-মিথ্যা জানা যায়নি। তবে মাসুদের দাবি ঘিরে পাকিস্তানের অনেকেই হতবাক হয়েছেন।
কিন্তু এ নিয়ে কোনও প্রমাণ দেখাতে পারেননি বিশ্লেষক মাসুদ। ওই ‘তথাকথিত অনুষ্ঠান’-এর কোনও ভিডিও ফুটেজ বা প্রত্যক্ষদর্শীর নাম উল্লেখ পারেননি তিনি। তবে চ্যাট শোয়ে মাসুদ যে এ কথা বলেছেন তার ভিডিও নিজেদের জিꦓম্মায় আছে বলে দাবি একটি সংবাদমাধ্যমের।