বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্ট্যাটাসের পর দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভাষণ দিয়েছেন কংগ্রেসের নেত্রী ও ওয়ান্ন🔯ারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। ভাষণে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ইন্দ্রিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা।
সোমবার (১৬ ꦛড🥃িসেম্বর) লোকসভায় দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
লোকসভায় ভাষণের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লড়াই করা সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, “আজ বিজয় দিবস। প্রথমেই আমি স্যাল⛦ুট জানাতে চাই সেই বীর সৈনিকদের, যারা একাত্তরে আমাদের জন্য যুদ্ধ করেছিলꦜেন। সেই সময় বাংলাদেশে যা ঘটেছিল, সেই বিষয়ে বাংলাদেশের জনগণের ও আমাদের বাঙালি ভাইবোনদের কথা কেউ শোনেনি।”
প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “১৯৭১ সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। আমি তাকে স্যালুট জানাতে চাই। তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন। তিনি এমন নেতৃত্ব প্রদর্শন করেছিলেন, যা ♕দেশটিকে বিজয়ী কর🏅ে।”
ভাষণে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেশ𝐆টির সেনাবাহিনীর সদর দপ্তরে ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমপর্ণের মুহূর্তের দৃশ্যের একটি চিত্রকর্ম সরিয়ে ফেলার অভিযোগ করেন প্রিয়াঙ্কা।
এর আগে নিজের ভেরিফায়েড এক্স-এ (সাবেক টুইটার) একটি স্ট্যাটাস দ𝔍েন নরেন্দ্র মোদি। এতে তিনি লিখেন, “আজ, বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।”