আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এবার নতুন রেকর্ড গড়লেন ম্যারাডোনা- মেসির দেশ আর🌞্জেন্টিনার বোলার হার্নান ফেনেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা আঞ্চলিক কোয়ালিফায়ারে ডাবল হ্যাটট্রিক করেন তিনি। কেম্যা🗹ন আইল্যান্ডসের বিরুদ্ধে বল করতে নেমে এই কৃতিত্ব অর্জন করেছেন ফেনেল। সেইসঙ্গে নাম লিখিয়েছেন রশিদ খান ও লাসিথ মালিঙ্গাদের পাশে।
ক্রিকেটে পর পর চার বলে চার উইকেট নিলে তাকে ডাবল হ্যাটট্রিক বলা হয়। সেটাই করেছেন ফেনেল। কেম্যান আইল্যান্ডের ইনিংসের শে🤪ষ ওভারে এই কৃতিত্ব অর্জন করেছেন। তৃতীয় বলে তিনি আউট করেন ট্রয় টেলরকে। ওভারে বাকি তিনটি বলে তুলে নেন অ্যালিস্টেয়ার ইফিল, রোনাল্ডো ইব্যাঙ্কস ও আলেসান্দ্রো মরিসকে। কেম্যান আইল্যান্ড আউট হয়ে যায় ১১৬ রানে।
তবে ফেনেল ডাবল হ্যাটট্রিক করলেও দলকে জেতাতে পারেননি। আর্জেন্টিনা ৯৪ র🔯ানে অলআউট হয়ে হেরে যায় ২২ রানে। কনরয় তিনটি উইকেট নেন। দু’টি করে𓄧 উইকেট রোমিয়ো ডুনকা এবং ইব্যাঙ্কসের।
টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসাবে ডাবল হ্যাটট্রিক করেছিলেন আফগানিস্তানের রশিদ। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে পর পর চার বলে চারটি উইকেট নিয়েছিলেন। একই বছরে একই কাজ করে দেখান মালিঙ্গা, নিউজিল্যান🧸্ডের বিরুদ্ধে। আয়াꩲরল্যান্ডের কার্টিস ক্যাম্ফার ২০২১ সালে ডাবল হ্যাটট্রিক করেছিলেন। এর পরে রয়েছেন জেসন হোল্ডার ও ওয়াসিম ইয়াকুব।