ভারতে মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে, এমন মন্তব্য করায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওপর♏ ক্ষুব্ধ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ভারতের আনন্দবাজার পত্রিকা জানায়, এমন মন্তব্য করায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্꧙বের তিরস্কারের মুখে পড়লেন ফিরহা🎶দ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার স্পষ্ট অসন্তোষের বার্তা ফিরহাদকে জানিয়ে দিয়েছেন।
তৃণমূলের শীর্ষ নেতৃﷺত্বের বক্তব্য, ফিরহাদ যা বলেছেন, তাতে দলের অনুমোদন নেই। মেয়রের বক্তব্য দলের নীতি, অবস্থান কোনো কিছুর সঙ্গেই সম্পর্কিত নয়। ধর্ম টেনে ‘অবাঞ্ছিত’ মন্তব্য করে বিতর্ক তৈরি করায় সতর্ক করে দেওয়া হয়েছে ফিরহাদকে।
সম্প্♌রতি একটি অনুষ্ঠানে গিয়ে যেখানে ফিরহাদ হাকিম বলেন, “বাংলায় তো আমরা ৩৩ শতাংশ। ꧋কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করি না।”
কলকাতার মেয়র আরও বলেন, “আমরা ভাবি যে আমাদের ওপরে যদি আল্লাহর রহমত থাকে, তালিম যদি আমাদের পক্ষে ൲থাকে, তাহলে একদিন আমরা মেজরিটির থেকেও মেজরিটি হয়ে যেতে পারি। আমরা যদি নিজেদের শক্তি দিয়ে এটা অর্জন করতে পারি, তাহলে সেটা আল্ল𝓡াহর কৃপা হবে।”
ফিরহাদ 💎হাকিমের এই বক্তব্য ঘিরে বিজেপি নেতৃত্ব তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং কলকাতার মেয়রের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়া এবং বিপজ্জনক এজেন্ডা প্রচারের’ অভিযোগ আনে।
বিতর্কের মুখে পড়ে পরে ফিরহাদ অবশ্য বলেছেন, “আমি একজন ভারতীয় এবং ধর্মনিরপেক্ষ🃏 মানুষ। আমি মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকব।🅘”