• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গ্রিসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৯:২২ এএম
গ্রিসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ৫

লিবিয়া থেকে ক্রিট যাওয়ার পথে গ্রিসের গাভডোস দ্বীপের কাছে অভিবা🎐সন প্রত্যাশীদের একটা ছোট নৌকা ডুবে ৫ জনের মৃত্যু হয়েছে। ন𝓡ৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া কয়েক ডজন অভিবাসীকে খুঁজে বের করতে গ্রিস উদ্ধার অভিযান শুরু করেছে।

শনিবার 🐭(১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়🍃ান।

এদিন পৃথক আরেকটি ঘটন👍ায় একটি মাল্টা-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ ৪৭ অভিবাসীকে উদ্ধার করেছে। গাভডোস থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিমি) ꦡদূরে একটি নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় দ্বীপ থেকে প্রায় ২৮ নটিক্যাল মাইল (৫২ কিলোমিটার) দূরে একটি ট্যাংকারের সাহায্যে আরও ৮৮ জনকে উদ্ধার করা হয়।

কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে কর্মকর্তারা বলেন, ꦉমৃতের সংখ্যা আরও বাড়তে পারে। 

আরেক কর্মকর্তা বলেছেন, “আমাদের জাহাজ এবং উড়োজাহাজ সারা দিন এলাকাটি ঘোরাঘুরি করে♏ছে।”

বেঁচে যাওয়া বেশিরভাগ পাকিস্তানি পুরুষকে জাহাজে করে ক্রিটের চানিয়া বন্দরে নিয়ে যাওয়া হয় যদিও কয়েকজনকে হেলিকপ্টারে করে শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নিবিড় পরিচর্যায় ভর্তি করা হ⛎য়।

গ্রিসের কাছে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি নতুন ঘটনা নয়। বরং তা নিয়মিত হয়ে উঠেছে। সম্ꦆপ্রতি পাচারকারীরাও স্পিডবোটে করে অভিবাসনপ্রত্যাশীদের গ্রিসে নিয়ে যাও♈য়ার চেষ্টা করছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরের সীমান্তবর্তী দেশ ইতালি, স্পেন, গ্রিস, মাল্টা এবং সাইপ্রাসে ঢুকতে প্রায় বেআইনিপথে শরণার্থী ও অভিবাসীপ্রত্যাশীদের ঢল নামছে । মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকায় যুদ্ধ, নিপীড়ন এ🍎ব🍎ং দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকজনের ইউরোপে পাড়ি জমানোর অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে গ্রিস।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!