গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।𓆏 এ ছাড়া ২০২৩-এর অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরুর পর থেকে গাজায় ১০৬,৯৬২ জন আহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবারꦚ জানিয়েছে, ফিলিস্তিনি ছিটমহলে হামা❀স জঙ্গিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
নাগরিক প্রতিরক্ষা ও হাসপ💞াতালে🧸র কর্মকর্তারা বলেছেন, রোববার গাজার উত্তরাঞ্চলে গাজা সিটি, দক্ষিণাঞ্চলে খান ইউনিস ও মধ্যাঞ্চলের নুসেইরাত শরণার্থী শিবিরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তাদের অভিযানের লক্ষ্য ছিল হাম🌜াসের এক কম্যান্ড 💝ও নুসেইরাতে এক পরিচালনা ভবন।
ইসরায়েল বারবার অভিযোগ করেছে, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের অধিকৃত এলাকাগুলির মধ্য থেকে হামাস কার্যকলাপ চালাচ্ছে। এদিকে, ফিলিস্তিনি ও অধিকার গোষ্ঠীগুলি বলছে, বেসামরিক নাগরিকদের মৃত্যু আটকাতে ইসরায়েলি সামরিক বা🌠হিনী পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না।
২০২৩ সালের অক্টোবরে দক্ষিণ ইসরায়েলে হামাস অতর্কিতে হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়। ওই হামলায় হামাস প্রায় ১২০০ জনকে হত্যা করে এবং ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়। প্রꦍায় ১০০ জন জিম্মিকে এখনও গাজায় আটকে রাখা হয়েছে এবং মনে করা হচ্ছে, এদের অন্তত এক-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছেন।