• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বুমরাহকে বাঁদর বলে ক্ষমা চাইলেন ইশা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৩:১৩ পিএম
বুমরাহকে বাঁদর বলে ক্ষমা চাইলেন ইশা
ইশা গুহ ও জশপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

ছোটবেলার কঠিন সময় পার করে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা পেসার ভারতের জশপ্রীত বুমর✤াহ। অস্ট্রেলিয়ায় কঠিন সিরিজেও বল হাতে চমকের পর চমক দেখাচ্ছেন তিনি। অথচ, সেই বোলারকে নিয়ে কটাক্ষ করতে দ্বিধা করলেন না ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার ইশা গুহ। অবশ্য নিজের ভুলের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন ইশা।

রোববার ব্রিসবানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টের দ্বিতীয় ౠদিন সরগরম হয়ে উঠেছিল ইশা গুহ’র বুমরাহকে নিয়ে কটূ মন্তব্য নিয়ে। পরে ꧑লাইভ টেলিভিশনে ক্ষমা চেয়ে বিবৃতি দেন তিনি।  

শনিবার ধারাভাষ্যের সময় তিনি বুমরাহকে ‘প্রাইমেট’ অর্থাৎ এক ধরণের বাঁদরের সঙ্গে তুলনা করেছিলেন। ইশা বুমরাহ’র বোলিং নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘ও হচ্ছে এম🐻ভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার)। তাই না? মোস্ট ভ্যালুয়েবল প্রাইমেট।’

এরপর রোববার টেস্টের দ্বিতীয় দিনে যখন ধারাভাষ্য দেওয়ার সময় ইশা শনিবারের ঘটনার জন্য ক্ষমা চান। তিনি বলেন, ‘গতকাল আমি কিছু মন্তব্য করেছিলাম, যেটার নানা রকম মানে বার করা হচ্ছে। আমি আমার ভুলের জন্য ক্ষমাপ্রার্♑থী। আমি সবসময় অন্যদের সর্বোচ্চ সম্মান জানানোর চেষ্টা করি।’

তিনি আরও যোগ করেন𓄧, ‘আপনি যদি পুরো মন্তব্যটি শোনেন তাহলে দেখবেন আমি ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের প্রশংসা করেছি। এবং আমি সবসময় তার প্রশংসা করি। আমি সবসময় সাম্যের পক্ষে। আমিও এমন একজন যে এই খেলার অন্তর্ভুক্তি এবং বোঝাপড়ার কথা চিন্তা করে নিজের ক্যারিয়ার কাটিয়েছে।’

জন্মসূত্রে বাঙালি ইশা বলেন,  ‘আমি তার কৃতিত্বের বিশালতা তুল🐻ে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ভুল শব্দটি বেছে নিয়েছি। তার জন্য, আমি গভীরভাবে দুঃখিত। আমি আশা করি লোকজন বুঝতে পারবে যে, সেখানে অন্য কোনও উদ্দেশ্য বা বিদ্বেষ ছিল না।’

এরপরই সাবেক ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী নিজের প্রতিক্রিয়া দেন। তিনি ইশ𝔍া গুহকে ‘সাহসী মহিলা’ হিসেবে অভিহিত করেন। শাস্ত্রী বলেন, ‘সাহসী মহিলা, লাইভ টেলিভিশনে ক্ষমা চাইতে বড় মন লাগে। মানুষের ভুল করার অধিকার আছে, আমরা সবাই মানুষ। মুহূর্তের উত্তাপে, কখনও কখনও আপনার হাতে মাইক থাকলে এরকম ঘটনাগুলি ঘটতে পারে।’

Link copied!