• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টি-টোয়েন্টি সিরিজ

সিরিজ জয়ে চোখ অধিনায়ক লিটনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০১:১১ পিএম
সিরিজ জয়ে চোখ অধিনায়ক লিটনের
লিটস দাস। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য একটু আলাদাই ছিল। বছরের শেষ সিরিজ।  শুরুতে টেস্ট সিরিজে নিজেদের প্রম🙈াণ করতে পারলেও ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ ছিল টাইগাররা। তবে টি-টোয়েন্টি সিরিজ🐽ের প্রথম ম্যাচে সোমবার ঘুরে দাঁড়িয়েছে লিটস দাসের দল। ৭ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা। যেটা আবার এই প্রতিপক্ষের বিপক্ষে ৬ বছর পরে পাওয়া জয়। 

১৪৭ রান ছিল বাংলাদেশের সংগ্রহ। আর্নেস ভ্যালিতে এর আগে রানতাড়া♒ করে টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড নেই। তবে আজ অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিল রভম্যান পাওয়েলের দল। ৭ রানে জয়ের পর অবশ্য লিটন জানালেন স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল জয়ের জন্য।

ম্যাচেশেষে লিটন বলেন, `আমরা এখানে আগেও খেলেছি (বিশ্বকাপেꦦ)। আমার মনে হয়েছে এটা ভাল ব্যাটিং উইকেট। (১৪৭ রান) স্কোরবোর্ডে ডিফেন্ড করার মতো পর্যাপ্ত রান ছিল, আমি বোলারদের তেমনটাই বলে দিয়েছিলাম।‘

খেলোয়াড়দের আগ্রাসী ক্রিকেট খেলা𒁃র কথা জানিয়েছেন লিটন। পাশাপাশি নজর রাখছেন সিরিজ জয়ের ব্যাপারেও, `আমি চাই খেলোয়াড়েরা আগ্রাসী ক্রিকেট খেলুক। এই মুহুর্তে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। এটা লম্বা সফর, আজকের ম্যাচ জেতা সবাইকে অনেক উৎসাহ যোগাবে। আমাদের আরো একটা ম্যাচ জিততে হবে এবং সেজন্য ভালো ক্রিকেট খেলতে হবে।‘

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটা বাংলাদেশের জন্য একটু আলাদাই ছিল। শুরুতে টেস্ট সিরিজে নিজেদের প্রমাণ করতে পারলেও ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ ছিল টাইগাররা। তবে টি-টোয়েন্ট💛ি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ঘুরে দাঁড়িয়েছে লিটস দাসের দল। ৭ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল 🐬টাইগাররা। যেটা আবার এই প্রতিপক্ষের বিপক্ষে ৬ বছর পরে পাওয়া জয়। 

১৪৭♔ রান ছিল বাংলাদেশের সংগ্রহ। আর্নেস ভ্যালিতে এর আগে রানতাড়া করে টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড নেই। তবে আজ অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিল রভম্যান পাওয়েলের দল। ৭ রানে জয়ের পর অবশ্য লিটন জানালেন স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল জয়ের জন্য।

লিটন বলেন, `আমরা এখানে আগেও খেল🐽েছি(বিশ্বকাপে)। আমার মনে হয়েছে এটা ভাল ব্যাটিং উইকেট। (১৪৭ রান) স্কোরবোর্ডে ডিফেন্ড করার মতো পর্যাপ্ত রান ছিল, আমি বোলারদের তেমনটাই বলে দিয়েছিলাম।‘

আগ্রাসী ক্রিকেট খেলার কথা জানিয়েছেন লিটন। পাশাপাশি নজর রাখছেন সিরিಞজ জয়ে, `আমি চাই খেলোয়াড়েরা আগ্রাসী ক্রিকেট খেলুক। এই মুহুর্তে তারা খুব ভালো ক্রিকেট খেলছে। এটা লম্বা সফর, আজকের ম্যাচ জেতা সবাইকে অনেক উৎসাহ যোগাবে। আমাদের আরো একটা ম্যাচ জিততে হবে এবং সেজন্য ভালো ক্রিকেট খেলতে হবে।‘

 

 

Link copied!