জনপ্রিয় চিত্রনায়িকা বিউটি কুইন বুবলী। সুপারস্টার শাকিব খানের বদৌলতে ফিল্মপাড়ায় নিজের শক্ত একটা অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী। সংবাদ পাঠিকা থেকে ঢাকাই ছবির নায়িকা হয়ে বাজিমাত করা এই অভিনেত্রী ১৬﷽ ডিসেম্বর মহান বিজয় দিবসে পতাকা হাতে সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে পতাকা হাতে ছেলে বীরের সঙ্গে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে ‘বসগিরি’ খ্যাত এই নায়িকা ক্যাপশন𒊎ে লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি’।
নন্দিত অভিনেত্রী বুবলী ‘বসগিরি’ দিয়ে রুপালি পর্দায় পা রেখে ইতোমধ্যে দুই ডজনের মতো সিনেমায় অভিনয় করেছেন । এখন কাজ করছেন পরিচালক জাহিদ জুয়েলের ‘পিনিক’। সিনেমায় বুবলীর সঙ্গে জুটি বেঁধ♊েছেন আদর আজাদ।
মুক্তির মিছিলে রয়েছে তার অভিনীত সিনেমা জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, ‘সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ღ‘ছা൩য়া’ ইত্যাদি।