• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাজধানীতে বিজয় দিবসের যত কনসার্ট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:৪৪ এএম
রাজধানীতে বিজয় দিবসের যত কনসার্ট
নগরবাউল জেমস। ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে রক্তক্ষয়ী এক সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশ অভ্যুদয়ের দিন। আজ এই ঐতিহাসিক দিনটিꦕ উদযাপনে প্রতি বছরের মতো বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এরমধ্যে বিজয় দিবস উপলক্ষে রয়েছে বেশকিছু কনসার্ট🥀। রাজধানীর বিভিন্ন স্থানে হবে এই কনসার্টগুলো। যেগুলোতে গাইবেন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। 

মানিক মিয়া এভিনিউতে স্মরণকালের অন্যতম বড় কনসার্ট হতে যাচ্ছে আজ। বিএনপির সাংস্কৃতিক প্ল্যাটফরম ‘সবার আগে বাংলাদেশ’-এর উদ্যোগে ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে হবে কনসার্টটি।
এতে একক শিল্পী হিসেবে গাইবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম,🧸 মৌসুমী ও জেফার। 

এ ছাড়া নগরবাউল জেমস, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্য🔯ান্ড থাকছে পরিবেশনায়। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই উন্মুক্ত সংগীতানুষ্ঠান।
পরিবেশনায় থাকবে ‘আর্টসেল’ ﷽ও ‘লা🎀লন’-এর মতো শ্রোতাপ্রিয় ব্যান্ড। এ ছাড়া গান শোনাবে ব্যান্ড লালন।

বিজয় দিবস উদযাপনে যমুনা ফিউচার পার্কে থাকছে ‘ভিক্টোরি ফেস্ট ২০২৪’। সকাল ১১টায় শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত। সংগীত পরিবেশনায় থাকবেন কাকতাল ও শুভ্র।
এ ছাড়া থাকছে কমেডဣি শো, আর্ট ꦫএক্সিবিশন ইত্যাদি। টিকিট মূল্য ১৯৯ টাকা।

Link copied!