পার্থে প্রথম ক্রিকেট টেস্টে ভারত ২৯৫ রানে জিতলেও অ্যাডিলেডে স্বাগতিক অস্ট্রেলিয়া ১০ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে সমতা আনে। এবার এগিয়ে যাওয়ার পালা। তবে বৃষ্টির কারণে ব্রিসবানে তৃতীয় টেস্টের প্রথম দিন প্রায় পুরোটাই নষ্ট হয়ে যায়। রোববার দ্বিতীয় দিনে বেশ ভালো ব্যাটিং করে প্রথম ইনিংসে বড় স্কোর গড়ার পথে রয়েছে অজির🍷া।
অ্যাডিল♔েডে সেঞ্চুরি করা ট্রেভিস হেড ব্রিসবানেও শতরান করলেন। একই সঙ্গে রানে ফিরলেন স্টিভ স্মিথও, করলেন সেঞ্চুরি। এই দুই ব্যাটারের দাপটে ৪০০ রান পার করে তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিনের শুরুটা য🦂দিও ছিল ভারতের পক্ষে। দুই ওপেনার উসমান খাওয়াজা (২১) এবং নাথান ম্যাকসুইনিকে (৯) দ্রুত আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন যশপ্রীত বুমরাহ। পরে তিনিই আবার পর পর ৩ উইকেট নিয়ে কোণঠাসা রোহিত শর্মাদের লড়াইয়ে ফেরালেন। তবু দিনেꦇর শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান ৭ উইকেটে ৪০৫।
কথায় বলে সকাল দেখেই দিনের বাকিটা বোঝা যায়। কিন্তু ব্রিসবেনের সকালের সঙ্গে দিনের বাকিটা মিলল না। প্রথম ২ ঘণ্টায় রোহিতেরা দাপট দেখালেও দিনের বাকি সময়টা শাসন করল স🍸্মিথ-হেড জুটি। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া দলের ইনিংস টেনে তুললেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ। চাপের সময় ধরে খেললেও হেড ⛦আগ্রাসী ব্যাটিং শুরু করার পর সুযোগ বুঝে হাত খুললেন স্মিথও।
স্মিথ-হেড জুটি ২২ গজে থিতু হয়ে গেলে দিশেহারা মনে হয় ভারতীয় বোলারদের। বুম෴রাহও খানিকটা চাপে পড়ে যান উইকেটের অন্য প্রান্ত থেকে তেমন সাহায্য না পেয়ে। নীতীশ কুমার রেড্ডি অবশ্য শুরুটা খারাপ করেননি। অবশ্য মার্নাস লাবুশেনের (১২) উইকেট নিয়েও চাপ ধরে রাখতে পারলেন না। রবীন্দ্র জাদেজাকে বিপজ্জনক দেখাল না।
স্মিথের ৩৩তম টেস্ট শতরান এল ২৬ ইনিংস পর। চতুর্থ উইকেটে ওভার প্রতি প্রায় পাঁচ রান করে তুললেন স্মিথ ও হেড। চতুর্থ উইকেটে তাদের ২৪১ রানের জুটি চাপে ফেলে দিল ভারতকে। পর পর স্মিথ (১০১), মিচেল মার্শ (৫) এবং হেড𓂃কে (১৫২) আউট করে ভারতকে লড়াইয়ে ফেরাতে হল সেই বুমরাহকেই। ভারতীয় দলের সহ-অধিনায়কেরꦅ দাপটে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৩১৬ থেকে মাত্র ২৩ বলের ব্যবধানে ৩২৭ রানে ৬ উইকেট হারায়।
বুমরাহ দ্রুত ৩ উইকেট নিয়ে দ𒐪লকে লড়াইয়ে ফেরানোর পরও ভারতের অন্য বোলারেরা চাপে রাখতে পারেননি অস্ট্রেলীয়দের। নতুন জুটি তৈরি করলেন অ্যালেক্স ক্যারে এবং প্যাট কামিন্স। তারাও ব্যাট করলেন স্বচ্ছন্দে। শেষবেলায় কামিন্সকে (২০) আউট করে মুখ রক্ষা করলেন সিরাজ। অ্যালেক্স ৪৫ 🦂ও মিচেল মার্শ ৭ রানে অপরাজিত রয়েছেন।
ভারতের বুমরাহ ৫টি উইকেট নেন। আর নীতীশ ও সিরাজ ১টি করে উইকেꦛট লাভ করেন।