ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে সাত ম্যাচের রুদ্ধশ্বাস ম্যাচ উপভোগ করলো দর্শকরা। রোববার চেꦓলসির বিপক্ষে টটেনহ্যাম হটস্পারের নিজস্ব স্টেডিয়ামে শুরুতেই ছয় মিনিটের ব্যবধানে দুই গোল করে স্বাগতিকরা। এতে করে বড় এক ধাক্কা খায় চেলসি। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখলো এনজো মারেস্কার চেলসি♏।
নাটকীয় লড়াইয়ে স্বাগতিকদে✅র ৪-৩ গোলে হারিয়েছে চেলসি। এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় পেলো তারা।
১৫ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে🅰 ৩৫ নিয়ে শীর্ষে লিভারপুল। ফুলღহ্যামের সঙ্গে ড্র করে ২৯ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে আর্সেনাল।
ফুলব্যাক মার্ক কুকুরেইয়ার হাস্যকর দুটি ভুলে ম্যাচের প্রথম ১১ ম♒িনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে চেলসি; পঞ্চম মিনিটে ডোমিনিক সোলাঙ্কি ও একাদশ মিনিটে দেইয়ান কুলুসেভস্কি জালে বল পাঠান।
ম্যাচের ১৭ মিনিটে কুকুরেইয়ার পাস ধরেই অবশ্য বক্সের বাইরে থেক🀅ে জোরালো শটে একটি গোল শোধ করেন জেডন স্যানচো। ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
বিরতির পর আমূল বদলে যায় চেলসি। একের পর এক আক্রমণ করতে থ𒁃াকে। ৫৯ মিনিটে একুয়েডরের মিডফিল্ডার মোইজ🐼ে কাইসেদো ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা টানেন পালমার।
৭৩ মিনিটে পালমারের আরেকটি চেষ্টা। এবার তার নেওয়া শট রক্ষণে বাধা পায়♎, প্রতিপক্ষের পায়ে লেগে যাওয়া বল পেয়েই বুলেট গতির ভলিতে দলকে এগিয়ে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফের্নান্দেস।
১০ মিনিট পর বক্সে ফাউলের শিকার হন পালমার। রেফারি বাঁশি বাজালে তিনিই পেনাল্টিতে শট নেন। ব্যবধান ৪-২ করে চেলসি। এরপর ইনজুরি সময়ের সপ্তম মিনিটꦡে গোল করে টটেনহ্যামের হারের ব্যবধান একটু কমান দক্ষিꩲণ কোরিয়ার তারকা সন হিউং-মিন।