উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত বাংলাদেশের বেগম রোকেয়া। জাতীয় ক্ষেত্রে নানা অবদানের জন্য বেগম রোকেয়া পদ🔥ক প্রদান🐷 করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়৷ সোমবার বেগম রোকেয়া পদক পাবেন কিংবদন্তি নারী দাবাড়ু রাণী হামিদ।
রাণী হামিদের পুরো নাম সৈয়দা জসিমুন্নেসা খাতুন ডাক নাম রাণী। বিয়ের পর তিনি স্বামীর নাম যুক্ত করে রাꦅণী হামিদ হন। ক্রীড়াজগতে তিনি রাণী হামিদ নামেই পরিচিত। ১৯৮৫ সালে তিনি ফিদে আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান। তিনি ৩ বার ব্রিটিশ মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। রাণী হামিদের ছেলে কায়সার হ🧜ামিদ ১৯৮০-এর দশকে বাংলাদেশের ক্রীড়া জগতের খ্যাতনামা ফুটবল খেলোয়াড় ছিলেন।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাণী হামিদের ছেলে কায়সার হামিদ বলেছেন,🦂 ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভুমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’
রাণী হামিদ চার দশ𝔍কের বেশি সময় দাবা খেলছেন। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙ্গেরীতে দাবা অলিম্পিয়াড খেলেছেন। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ।
সোমবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে এই 🔜পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ꧑ ইউনুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করবেন। রাণী হামিদ ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি জাতীয় ক্রীড়া পুরস্কার সহ নানা সংগঠন, সংস্থার অনেক স্বীকৃতি পদক পেয়েছেন তার ক্যারিয়ার জুড়ে।