অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট🎉ের ফাইনালে টস হে🥀রে প্রথমে ব্যাট করতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে উইকেটে ১৯৮ রান করেছে।
সংযুক্ত আরব আমিরাতে🥃র দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ানডে ফরম্যাটের এই ম্যাচে বাংলাদেশ 🌠দলের রিজান হোসেন ৪৭, মোহাম্মাদ শিহাব জেমস ৪০, ফরিদ হাসান ফয়সাল ৩৯, জাওয়াদ আবরার ২০, অধিনায়ক আজিজুল হাকিম তামিম ১৬ এবং মারুফ মৃধা অপরাজিত ১১ রান করেন।
ভারতের হার্দিক রাজ, চেতন ও গুহা ২টি করে উইকেট লাভ ক🧔রেন।
২০২৩ সালে আরব আমিরাতের মাটিতেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশ ফাইনালে স্বাগতিকদের হারিয়ে। এবার ফের ফাইনালে খেলছে বাংলাদেশ। এবার ফাইনালের প্রতিপক্ষ আসরের🧜 সর্বাধিক শিরোপাজয়ী ভারত।
শিরোপা ধরে রাখার মিশনে ফাইনালেও নিজেদের সেরাটা 🌃দিয়ে দেশকে আরেকবার ক্রিকেট উৎসবে মাতাতে চান বাংলা্দেশের অধিনায়ক তামিম। এর আগে সেমিফাইনালে পাকিস্তানকে উড়িয়ে দেয় বাংলাদ𓃲েশের যুবারা। আর ভারত সেমিতে হারায় শ্রীলঙ্কাকে।