বিশ্ব বিনোদন অঙ্𝓀গনে এ মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় সৌদি আরবে শুরু হওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে এবারের আয়োজন।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার অন্যতম ঐতিহাসিক স্থান আল বালাদে বিগত চার বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এবার ৫ ডিসেম্বর ♐থেকে শুরু হয়েছে উৎসবটির চতুর্থতম আসর। যা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের এই আয়োজনে সৌদি আরবসহ বিভিন্ন দেশের সিনেমা স্থান পেয়েছে। যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশাল আনন্দের উপলক্ষ।
৫ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় উৎসবের উদ্বোধনী আসরে🌳 অংশ নেন হলিউড-বলিউড নামী তারকারা👍। তাদের সঙ্গে আছেন বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা মাকসুদ হোসাইন। উৎসবের লাল গালিচায় হেঁটেছেন এসব তারকারা।
সৌদি আরবে রেড সি উৎসবে বিশেষ সম্মাননা জানানো হয়েছে ভারতীয় অভিনেতা আমির খানকে। উৎসবের দ্বিতীয় দিন গত শুক্রবার সাদা পোশাক🌞ে হাজির হয়েছিলেন অভিনেতা। উৎসবে হাজির ছিলেন অস্কার মনোনীত অভিনেত্রী এমিলি ব্লান্ট। চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন তিনি।
এই আয়োজনের লাল গালিচায় ইতোমধ্যে হꩲাজির আলো ছড়িয়েছেন “ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস” তারকা ভিন ডিজেল, মিশেল রড্রিগেজ, অস্কারজয়ী আমেরিকান অভিনেতা উইল স্মিথ, অস্কারজয়ী মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো, অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট, অস্কারজয়ী আমেরিকান ফিল্মমেকার ও চিত্রনাট্যকার স্পাইক লি, বলিউড স্টার আমির খান, কারিনা কাপুরসহ অনেকেই।
জানা গেছে, ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে। এবার মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন অস্কারজয়ী মার্ক𝐆িন নির্মাতা স্পাইক লি।