• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা, সাত মাস আগেই টিকিট বিক্রি শেষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০২:২০ পিএম
টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা, সাত মাস আগেই টিকিট বিক্রি শেষ
বার্মিংহাম এজবাস্টন স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

ওয়ান﷽ডে আর টি-টোয়েন্টির জমজমাট ক্রিকেটের মধ্যেও আদি সংস্করণ টেস্টের গ্রহণযোগ্যতা যে কমে যায়নি তার আবারও প্রমাণ মিললো। প্রায় সাত মাস পরে হবে ভারত ও স্বাগতিক ইংল্যান্ডের টেস্ট সিরিজ। সেই♛ সিরিজের বার্মিংহাম টেস্টের প্রথম চার দিনের সমুদয় টিকিট বিক্রি হয়ে গেছে।  

অনেকেই ভাবেন টেস্ট ক্রিকেট༺কে ঘিরে উন্মাদনা কমেছে। তবে ভারত-ইংল্যাꦅন্ড সিরিজের দিকে নজর দিলে সেটা মনে হবে না।

আগꦡামী বছর ইংল্যান্ড সফরে যাবে ভারত। ২ জুলাই থেকে বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। নতুন বছর পড়ার আগেই ক্রিকেট প্রেমীদের মধ্যে এই সিরিজকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। যার ফল স্বরূপ চলতি ডিসেম্বরে দাঁড়িয়েই বিক্রি গেছে সব টিকিট।

বর্তমানে টেস্ট ঘিরে নতুন করে উন্মাদনা দেখা যাচ্ছে সমর্থকদের মধ্যে। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ঘিরেও এরকম ছবি ধরা পড়ছে। প্রচুর সংখ্যক মানুষ টেস্ট ক্রিকেট দেখতে মাঠে উপস্থিত হচ্ছে। শুধু এই দেশগুলোই নয়, বাং🎉লাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের 🐓টেস্ট ম্যাচ ঘিরেও দেখা যায় দারুণ উত্তেজনা। সেটা মাঠে যেমন, টিভি পর্দাতেও তেমন।

আগামী বছরের মাঝামাঝি সময় ইংল্যান্ড সফরে যাবে ভারত। তারআগে অবশ্য ভারতে আসবে জো রুটরা। ভারতে খেলবে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ। কিন্তু ইতোমধ্যেই বা෴র্মিংহ্যাম টেস্টের চারদিনের টিকিট বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র পঞ্চম দিনের টিকিট পড়ে আছে। টিকিটের দাম ধার্য করা হয়েছে ২৫ পাউন্ড থেকে ২৯৯ পাউন্ড। ১৬ বছরের কম বয়সীদের জন্য টিকিটের দাম ১০ পাউন্ড।

প্রথমবারের মতো, অ্যাশেজের বাইরে কোনও টেস্টের প্রথম চার দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে, সেꦜটাও আবার ব্ল ম্যাচের সাত মাস আগে। এর আগেও বার্মিংহ্যামে আয়োজিত টেস্ট ঘিরে দর্শকদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা গেছে। সাম্প্রতিককালে বার্ম𓆉িংহ্যামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টের প্রথম ৩ দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল এবং অ্যাশেজ টেস্টের প্রথম ৪ দিনের টিকিটও একইভাবে বিক্রি হয়ে গিয়েছিল।

Link copied!