নারীরা একটু আত্মকেন্দ্রীক হন। নিজের আনন্দ, চাওয়া পাওয়া, নিজের মধ্যেই রাখেন অনেক নারী। আবার নারীদের মধ্যে দ্বিধা-দ্বন্দ্♔ব বেশি হয়। তারা অন্যের সঙ্গে অনেক কিছুই খোলামেলা আলোচনা করতে চান না। তাই নিজে♐র মধ্যেই অনেককিছু চাপিয়ে রাখেন। বিশেষ করে বিবাহিত নারীরা অনেক কিছুই চেপে যান।
আগে হয়তো বন্ধু কিংব🎃া পরিবারের সঙ্গে কিছু বিষয়ে শেয়ার করতেন। কিন্তু এখন চিত্র পুরোটাই ভিন্ন। নিজের মনের জিজ্ঞাসা জানতে এখন আর অন্যের কাছে যেতে হয় না। কারণ যেকোনো কিছুর সমাধান বা উত্তর পাওয়া যায় গুগলেই। গুগলের সার্চ অপশনে গিয়েই নিজের ভেতরে থাকা প্রশ্নের উত্তর পেয়ে যান। কিন্তু বিবাহিত নারীরা গুগলে সবচেয়ে বেশি কী সার্চ করেন, জানেন?
সম্প্রতি কিছু গবেষণায় দেখা গেছে, বিবাহিত নারীরা গুগলে নিজেদের গোপন বিষয়গুলো সার্চ করেন। স্মার্ট ফোনের বদৌলতে কোনও তথ্যের প্রয়োজন হলেই গুগলে অনুসন্ধান করে উত্তর পেয়ে যান। বিবাহিত নারীরা সে💟ই সুযোগেই গুগল থেকে নিজেদের গোপন বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন।
ডিজিটালꦓ যুগে স্মার্ট ফোনে অনেক ধরণের সার্চ ইঞ্জিন থাকে। তবে অধিকাংশ মানুষের কাছে গুগলই জনপ্রিয়। গুগল সার্চ ইঞ্জিনে যা জানতে চাওয়া হয়, অবিলম্বে তার সঠিক উত্তর পাওয়া যায়। গুগল সার্ভেতে সেই তথ্য পাওয়া যায়। বয়স অনুযায়ী কে, কোন বিষয়ে অনুসন্ধান করছে, সেই তথ্যও গুগলে জমা থাকে। তাই বিবাহিত নারীদের গুগলে সার্চের তালিকা সহজেই উঠে আসে গবেষকদের কাছে।
গবেষকরা জানান, মেয়েদের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাদের কৌতুহলেরও পরিবর্তন হয়। তারা নির্দিষ্ট সময় পর্যন্ত বাবা-মায়ের সঙ্গে থাকেন। বাকি জীবন স্বামীর সংসার করেন। নতুন মানুষ⛎ের সঙ্গে নতুন পরিবেশে জীবন শুরু করা তাদের জন্য চ্যালেঞ্জিং। তাই মেয়েদের বꦉিয়ে নিয়ে অনেক আশা থাকে। স্বামীর সঙ্গে জীবন কেমন যাবে, শ্বশুরবাড়ির সদস্যরা কেমন হবেন, তা নিয়ে অনেক চিন্তা করেন। নিজেকে কীভাবে অন্য পরিবেশে মানিয়ে নেবেন তা নিয়েও চিন্তায় থাকেন।
সমীক্ষার তথ্য অনুযায়ী, বিবাহিত নারীরা স্বামীর মন জয় করার চেষ্টা করেন। কীভাবে আরও সুন্দর দেখানো যায়, কোন পোশাকে তাদের আকর্ষণীয় দেখাবে, রূপচর্চার যাবতীয় বিষয়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ করেন। এছাড়াও শ্বশুরবাড়ি যাওয়ার পর স্বামী ও তার 🍌পরিবারের সদস্যদের মন জয় করার উপায় খোঁজেন তারা। তাই রকমারি স্বাদের খাবারের রেসিপি গুগলে সার্চ করেন। মজার স্বাদের রান্♔না দিয়ে সবার মন জয় করতে চান।
বিয়ের পর স্বামীর মন বোঝাও একটা বড়🍃 চ্যালেঞ্জ। কীভাবে স্বামীকে খুশি রাখা যায়, কীভাবে বোঝাপড়া ভালো হবে এর কিছু উপায় জানতেও গুগলে অনুসন꧃্ধান করেন নারীরা।
শুধু তাই নয়, উপহারের বিষয়ে জানতেও গুগলে অনুসন্ধান করেন বিবাহিত নারীরা। প্রিয় স্বামীকে বিশেষ মুহূর্তে বিশেষ দিনগুলোতে কী কী উপহার দেওয়া যায় সেই ওধারণা নিতে গুগল অনুসন্ধান করেন।