ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতদলের হাতে জিম্মি হওয়াদের উদ্ধার 🔯করা হয়েছে। এসময় ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে বল꧒ে প্রাথমিকভাবে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ ডিসꩵেম্বর) বি🍸কেল সাড়ে ৫টার দিকে ডাকাতরা আত্মসমর্পণ করে।
ঘটনাস্থলে উপস্থিতꦍ আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গ🐻েছে।
এর আগে ডাকাতির খবরে এলাকাবাসী ব্যাংকটির সামনে ♛অবস্থান নেন। খবর পেয়ে পুলিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরা এসে বাইরে থেকে ব্যাংকটিকে ঘিরে ফেলেন।