• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মা-বাবার যেসব আচরণে শিশু অবাধ্য হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:৩৩ পিএম
মা-বাবার যেসব আচরণে শিশু অবাধ্য হয়
ছবি: সংগৃহীত

একটি শিশু জন্মের পর বেশি সময় কাটে তার পরিবার বিশেষ করে মা- বাবার সঙ্গে। মা-বাবার আচরণ নানা ভাবে শিশুকে প্রভাবিত করে। আপনার শিশু কেমন হবে তার অনেক কিছওুই আপনি তার সঙ্গে কেমন আচরণ 🌞করছেন তার উপর নির্ভর করে। আপনার কিছু কিছু আচরণেই আপনার শিশু অবাধ্য হয়ে উঠতে পারে। চলুন জেনে নেই, মা-বাবার যেসব আচরণে শিশু অবাধ্য হয়-

  • শিশুরা ভালো কাজ করলেও অনেক সময় তাদের কাজের কোন প্রশংসা করা হয় না। অনেক ক্ষেত্রে গুরুত্বই দেওয়া হয় না। তখন তারা আশাহত হয়। যদি শিশুদের সুশৃঙ্খল এবং ভাল মূল্যবোধ দিতে চান তাহলে মা-বাবার উচিত তাদের ছোট ছোট সাফল্যে প্রশংসা করা। এতে শিশু ভালো বোধ করবে। আপনার কথার গুরত্ব দেবে।
  • মানুষ মাত্রই ভুল। আপনিও ভুল করেন। আবার আপনার শিশু সন্তানও ভুল করতে পারে। আর ভুল করলেই তাকে যদি আপনি অতিরিক্ত কথা শোনান, তখন সে বিরক্ত হয়ে উঠতে পারে। আপনার কথা এক সময় তার কাছে গুরত্বহীন হয়ে উঠবে। তাই যখন সে যে ভুল করে তাকে সে বিষয়টিই বুঝিয়ে বলুন। তাতে আপনার গুরত্ব থাকবে তার কাছে।
  • শিশুকে মারধোর করলেই যেন তারা সবকিছু শিখে যাবে এমনটাই মনে করেন অনেক অভিভাবক। যার কারণে কোন ভুল করলেও মারধোর করেন অনেকে। কথা শুনতে না চাইলেও শিশুকে মারধোর করা অনেকেরই অভ্যাস। আপনারও যদি এই অভ্যাস থাকে তাহলে এখনই বাদ দিন। এতে শিশুর শারিরীক ও মানসিক সমস্যা সমস্যা দেখা দেয়।
  • যে কাজ কাজেই বাধা দেওয়ার অভ্যাস থাকলে বাদ দিন। সবকিছুতেই বাধা পেতে থাকেলে সে বিগড়ে যেতে পারে। এমনকি সে আপনার কাছ থেকে দূরে চলে যেতে পারে।
Link copied!