• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘ব্লাক মানি’ পুরো কনটেন্ট দেখলে সবার মাথা খারাপ হয়ে যাবে‍‍`


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৪, ১১:১৮ এএম
‘ব্লাক মানি’ পুরো কনটেন্ট দেখলে সবার মাথা খারাপ হয়ে যাবে‍‍`
নায়ক মাসুম পারভেজ রুবেল। ছবি: সংগৃহীত

জনপ্রিয় নায়ক মাসুম পারভেজ রুবেল। দীর্ঘদিন ধরে নতুন কোনো সিনেমায় নেই তিনি। তবে সিনেমা থেকে দূরে থাকলেও তার জনপ্রিয়তায় কোনো ভাটা পড়েনি। সিনেমা থেকে এবার এ তারকা আসছেন ওয়েব দুনিয়ায়। নতুনভাবে শুরু করছেন ক্যারিয়ার তিনি। ১৩ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে তার প্রথম ওয়েব সিরিজ ‘ব্লাক মানি’র ফার্স্টলুক টিজার। 
‘ব্লাক মানি’ টিজারে সারা নিয়ে এই নায়ক বলেন, ‘ অ-নে-ক ভালো। সিরিজটি করার সময় বুঝতে পারিনি এতটা সাড়া পাব। এই যে বরিশালে এসেছি, এখানে কয়েকজন জিজ্ঞেস করেছে, কবে সিরিজটি মুক্তি পাবে। তাদের বলেছি, প্ল্যাটফরম বলতে পারবে। তবে যতদূর জানি, ২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। আসলে ভালো কনটেন্ট তৈরিতে লাগে একটা টিমওয়ার্ক। রায়হান রাফী এই সময়ের অন্যতম সফল পরিচালক। আমি নিဣজেও তার অন্য কাজ দেখেছি। এই টিমে রাফী আছেন, আমি আছি, সুমন আনোয়ার আছেন, এই প্রজন্মের পূজা চেরী, পাভেল আছে আমাদের সবার তো একটা দর্শক আছে। এই দর্শকরা তো সিরিজটি অবশ্যই দেখবে। ভালো কিছুই পাবে তারা।

সিরিজটিতে যুক্ত নিয়ে এই হিরো বলেন,“রাফীর সঙ্গে আমার মাঝেমধ্যে কথা হতো। হঠাৎ একদিন ফোন করলেন, বললেন, ‘ভাইয়া, আপনি কি বাসায় আছেন? থাকলে একটু দেখা করতে আসতাম।’ আমি ভাবলাম, এমনিতে গল্প করতে আসবে হয়তো। আসতে বললাম। তিনি সঙ্গে বঙ্গ প্ল্যাটফরমের মুশফিকুর রহমান মঞ্জু ভাইকে নিয়ে এলেন। এরপর সিরিজটির গল্প বললেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। মুশফিক ভাই আমাদের সিনেমার মানুষ, রাফীও কাছের। তাই সিরিজটি করতে রাজি হয়ে গেলাম। আশা করছি, পুরো কনটেন্ট দেখলে সবার মাথা খারাপ ༺হয়ে যাবে। একি দেখলাম! এমন একটা ফিল আসবে।”

নতুন সিনেমার কাজ নিয়ে এই অভিনেতা বলেন,“নিজের পরিচালনায়  একটা ছবি তৈরির পဣরিকল্পনা করেছি। চিত্রনাট্যের কাজ চলছে। আগামী বছরের মাঝামাঝি শুটিং শুরু করব। এর বাইরেও অভিনয়ের প্রস্তাব পাই। সেগুলোর গল্প-চিত্রনাট্য ভালো লাগে না✃। সারা দেশে আমার মার্শাল আর্টের স্কুল আছে। সেসব জায়গায় গেলে দেখি মানুষ এখনো আমাকে আগের মতো ভালোবাসে। তারা আমার ছবি দেখতে চায়। কিন্তু যেনতেন ছবি করলে তো সুনাম নষ্ট হবে। তাই অপেক্ষায় আছি। এই প্রজন্মের কয়েকজন নির্মাতা আমার সঙ্গে যোগাযোগ করেছেন। দেখি, তাঁদের সঙ্গে ব্যাটে-বলে মিললে ছবি হাতে নেব।

ওটিটিতে নিয়মিত হওয়া প্রসঙ্গে রুবেল বলেন, “কেন করব না! ‘ব্লাক মানি’র মতো কোনো সিরিজ বা ওয়েব ছবি পেলে লুফে নেব। এখন জেনারেশন চেঞ্𝐆জ হয়েছে। ঘরে ঘরে ৫০ থেকে ৭৫ ඣইঞ্চি টেলিভিশন। সাউন্ড-পিকচার কোয়ালিটি হলের চেয়েও ভালো। তা ছাড়া নেটফ্লিক্স, অ্যামাজন এমনকি আমাদের দেশে বঙ্গ, চরকির মতো প্ল্যাটফরম আছে। এসব প্ল্যাটফরমে নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে নিয়মিত। এমনিতেই তো হলে যাওয়ার প্রবণতা আগের চেয়ে কমেছে। তাই ওয়েবে ভালো কিছু করার সুযোগ পেলে না করাটা হবে বোকামি। গল্প পছন্দ হবে ওটিটিতে নিয়মিত হবো “

Link copied!