• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


অস্কারে সুখবর নেই বাংলাদেশ ও ভারতের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:২৪ পিএম
অস্কারে সুখবর নেই বাংলাদেশ ও ভারতের
‘লাপাতা লেডিস’, ‘বলী’ সিনেমার পোস্টার

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সু খবর নেই বাংলাদেশ ও ভারত। অ্যাওয়ার্ডসের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্𓄧র বিভাগের জন্য বাংলাদেশ থেকে ‘বলী’ ও ভারত থেকে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ পাঠানো হয়েছিল যা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেতে ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ঘোষণা করা হয়েꦅছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডের ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করার পর কেবল ‘বলী’ই জমা পড়েছিলো। এটি দেখার পর অস্কারের জন্য চূড়ান্ত করে বাংলাদেশ ফেডারেশন ꧅অব ফিল্ম সোসাইটিজের উদ্যোগে গঠিত ৭ সদস্যের ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী 🀅জব্বারের বলী খেলাকে উপজীব্য করে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন ন𝔍াসির উদ্দিন খান। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ।

অন্যদিকে, কিরণ👍 রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ পাঠায় ভারত। আমির খান ও কিরণ রাও অস্কারকে সামনে রেখে বেশ কিছুদিন আমেরিকায় নিজেদের সিনেমার প্রচারণা চালিয়েছেন। চলতি মাসের শুরুতে অস্কারজয়ী পরিচালক আলফনসো কোয়ারন বাফটা অ্যাওয়ার্ডসের প্রচারণা হিসেবে ‘লাপাতা লেডিস’-এর একটি প্রদর্শনী সঞ্চালনা করেন। গ্রামীণ ভারতের নারীদের কেন্দ্র করে ছবিটির গল্প লিখেছেন বাঙালি লেখক-নির্মাতা বিপ্লব গোস্বামী।

Link copied!