গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার ম🍰াঠ দখল নিয়ে তাবলীগ জামাতের মাওলানা সাদপন্থী ও জুবায়েরপন্থিদের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত ও প্রায় শতাধিক লোক আহত হয়েছেন। এ 𝓀ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সাদপন্থী তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা রেজা আরিফ।
বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে সংঘর্ষে হতাহতের ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাদপন্থিদের নিয়ে আলোচনায় বসেন সরকারের ৫ উপদেষ্টা। ব🌜ৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে✃ন মাওলানা রেজা আরিফ।
সংঘর্ষের বিষষে দুঃখ প্রকাশ করে রেজা আরিফ বলেন, “যে ঘটনা ঘটেছে, কে দায়ী সেটি জরুরি নয়, অবশ্যই মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যা–ই হয়েছে, এটা একেবারে অনুচিত হয়েছে। মুসলমান–মুসলমান মারামারি, তাবলিগের সাথিরা–সাথিরা মারামারি—এটা একেবারে💛ই ঠিক হয়নি। এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে যাতে এমন কোনো কর্মকাণ্ড আর না হয়, আমাদের সেই চেষ্টাই থাকবে।”
সাদ অনুসারীদের উদ্দেশে সাদপন্থী তাবলিগ জামাতের এ মুরব্বি বলেন, “কেউ কারও সঙ্গে উঁচু গলায় কথা বলবেন না। কোনো রকম ক্যাজুয়ালটি যেন না হয়। কোনো রকম মারামারি𝕴 যেন না হয়। কোন🌃ো রকম সমস্যা যাতে না হয়।”
রেজা আরিফ আরও বলেন, “আমাদের সাথিরা এখনই মাঠ ছাড়া শুরু করুন। আর ওনাদের (জুবায়ের অনুসারী) প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিয়ে মাঠ ছেড়ে দিচ্ছি। ওনারাও যেন ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে কোনো রকম সমস্যার চেষ্টা না করেন। ওনারাও যেন রাস্তার মধ্যে নেমে না൲ আসেন এবং কোনো উসকানিমূলক বক্তব্য প্রচার না করেন।”