সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যা🌼হতিপ্রাপ্ত ৩১১ জন উপ-পরিদর্শককে (এসআই) প্রশিক্ষণ শেষে পদায়নের জন্য পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে করা পুনর্বিবেচনার আবেদন অবিলম্বে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ ছাড়া প্রশিক্ষণরত অবস্থায় ৩১১ জনকে অব্যাহতি দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং প্রশিক্ষণ শেষে তাদের এসআই হিসেবে প🐓দায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে সং𝔍শ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন উচ্চ আদালত।
বুধবার (১৮ ডিসে💛ম্বর) বিচারপতি মো. আকরাম 🌺হোসেন চৌধুরী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
আদাল♌তে ๊রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এবং সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া।
৪ সপ্তাহের মধ্যে ♛স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও একাডেমির অধ্যক্ষসহ বিবাদীদের (𓂃রেসপনডেন্ট) রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে বিভিন্ন সময়ে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচ-২০২৩-এর নিয়োগপ্রাপ্তদের অব♍্যাহতি দেওয়া হয়। চাকরি ফিরে পেতে ৫ ডিসেম্বর হাইকোর্টে পৃথক রিট করেন অব্যাহতিপ্রাপ্তরা।