ঢাকার দক্ষিণ কেরানীগঞ💜্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখার ভেতরে ঢুকে কর্মকর্তাদের জিম্মি করা ডাকাতদের পরিচয় প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন, শারাফাত, শিফাত ও নিরব। তাদের বয়স ১৮-২০ হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে 🔥এ তথ্য জানান কেরানীগঞ্জ মডেল থানার ꧃ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান। সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা আত্মসমর্পণ করেন।
ঘটনাস্থলে থাকা এক র্যাব কর্ম💧কর্তা জানান, ব্যাংকের ভেতর থেকে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে🅰 তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি ডাকাতরা। জিম্মিরা সবাই অক্ষত রয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আꦇগ্নেয়াস্ত্রসহ যৌথবাহি🦋নীর কাছে আত্মসমর্পণ করেছে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতদল ব্যাংকে হানা দ꧂েয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে। এরপর কোনো হতাহতের ঘটনা ছাড়াই তারা আত্মসমর্পণ।