• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৮:২৫ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে♚ মাটিচাপায় মো. ছৈয়দ উল্লাহ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা𒊎র দিকে উপজেলার কুতুপালং ১৫ নম্বর ক্য💝াম্পের ব্লক ডি-১২তে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ম🐬ো. ছৈয়দ উল্লাহ (১০) উখিয়ার ১৫ ন𒀰ম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-১৬ ব্লকের ইমাম হোসেনের ছেলে।

আহতরা হলো উখিয়ার ১৪ নম্বর রোহিঙ♓্গা ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা মোহাম্মদ তৈয়বের ছেলে সৈয়দ নূর (১৫) এবং একই ক্যা💜ম্পের এ-৩ ব্লকের মো. জুনায়েদের ছেলে এনায়েত রহমান (৬)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, সকালে উ🍎খিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকের একটি খাড়া পাহাড়ের খাদের নিচে স্থানীয় কিছু সংখ্যক শিশু-কিশোর খেলাধুলা করছিল। এক পর্যায়ে পাহাড়ের চুঁড়া থেকে বড় এক খন্ড মাটি ধসের ঘটনা ঘটে। এতে তিন শিশু মাটিচাপা পড়ে।

এসময় ঘটনাস্থলে এক শিশুর মৃত্যু হয়। পরে মাটি সরিয়ে স্থানীয়রা দুই শিশুকে মুমূর্ষুাবস্থায় উদ্ধার করে। তারা রোহিঙ্গা ক্যাম্পটি সংলগ্ন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধ꧋ীন।

এপিবিএন এর পুলিশ সুপার বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়গুলো বেলে মাটির প্রকৃতির। তাছাড়া পাহাড়গুলো এখন বৃক্ষ🌞শূণ্য। এতে পানি ধরে রাখার ক্ষমতা না থাকায় শুষ্ক মৌসুম হওয়ায় আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। নিহতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান খন্দকার ফজলে রাব্বী।

Link copied!