• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


খোলা আকাশের নিচে গ্রামীণ নারীদের রান্নার প্রতিযোগিতা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৭:৩৪ পিএম
খোলা আকাশের নিচে গ্রামীণ নারীদের রান্নার প্রতিযোগিতা

সারি সারি বসানো হয়েছে চুলা। একটি, দুইটি বা তিনটি নয়, ১৯টি চুলাতে 🔴চলে রান্নার প্রতিযোগিতা। প্রতিটি চুলায় মাছ, মাংস, সবজি, ডাল ও বিভিন্ন ভর্তাসহ নানা ধরণের রান্নার এক কর্মযজ্ঞ শুরু হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে এমন ꦇএক ব্যতিক্রমী রান্না করার প্রতিযোগিতার আয়োজন করা হয় টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের ছত্রপুর দক্ষিণ পাড়া এলাকায়।

প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয় নারীরা। এতে 🌄রান্না করতে দেড় ঘণ্টা সময় বেঁধে দেন আয়োজকরা। রান💞্না প্রতিযোগিতা দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমান।

রান্না প্রতিযোগিতা দেখতে আসা স্থানীয় রওশন বেগম বলেন, “জীবনে কখনো রান্না 🌠প্রতিযোগিতা দেখিনি। এই প্রথম দেখ♛লাম। এখানে এসে ভালোই লাগল।”

রিনা খাতুন বলেন, “জীবনে কখনো এই রকম আ💮য়োজন দেখি নাই। আজ দেখে অনেক ভালো লাগল। এরকম আয়োজন প্রতি বছর করা হোক।” 

এ সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক 🧸রুবেল আহমেদ, স্থানীয় মোহাম্মদ খাদেম আলী, শাহজা🅷হান আলী, সবুর আলী, মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!