• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভোগাই নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৮:২৪ পিএম
ভোগাই নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ভোগাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, এইচএসসি পরীক্🔯ষার্থী༺ মিহান (১৯) ও সপ্তম শ্রেণির ছাত্র সাজিত (১২)।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পানিহাতা এলাকাܫর ভোগাই নদীর লক্ষীডোবায় এ দুর্ঘটনা 𝔉ঘটে।

নিহত মিহান ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুলশিক্ষক আহাম্মদ আলীর ছেলে এবং সাজিত ময়মনসিংহ সদরের উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়𒉰ন কবীরের ছেলে।

নিহত𓃲দের স্বজনরা জানান, সাজিত ও মিহান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পানিহাতা পাহাড়ে বেড়াতে আসে। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের লক্ষীডোবার কাছাকাছি মামাতো ফুফাতো ওই দুই ভাই গোসল করতে নামে। এসময় তারা নদীর বালুচরে হাঁটতে গিয়ে অসাবধানতা বশত পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে জড়াজড়ি করে দুই ভাই গভীরে তলিয়ে যায়।

এ সময় তাদেরಌ সঙ্গে আসা চাচা সোহরাব ভাগনে ও ভাতিজাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও তিনি নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাꦕই নিখোঁজ হয়ে যান।

পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খব🧸র পাঠানো হলে বিকেল পৌনে ৪টার দিকে নদীর তলদেশ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

স্বজনেরꦛা আরও জানান, একটি বিয়ে উপলক্ষে আত্মীয়স্বজন সবাই ময়মনসিংহের হালুয়াঘাটে সমবেত হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) বিয়ে শেষে শনিবার নারী ও শিশুসহ মোট ১৮ জন মিলে পানিহাতা বেড়াতে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ফায়ার সার্ভিস বিভাগের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, ডুবুরি নামিয়ে দ্রুত সময়ের মধ্যেই দুই শিক্ষার্থীর লাশ ♈উদ্ধার করা সম্ভব হয়েছে।

Link copied!