• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সন্তানের নাম রাখা নিয়ে বাবা-মায়ের বিরোধে আদালত-বিচ্ছেদ, অতঃপর...


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৫১ পিএম
সন্তানের নাম রাখা নিয়ে বাবা-মায়ের বিরোধে আদালত-বিচ্ছেদ, অতঃপর...
শিশুর নাম রাখা নিয়ে দম্পতির বিরোধ। আদালতে অভিযোগ। বিচ্ছেদের চেষ্টা। ছবি: সংগৃহীত

নবজাতক সন্তানের নাম রাখা নিয়ে দম্পতিদের মতের মিল না হওয়া নতুন কিছু নয়।꧙ মায়ের দেওয়া নাম বাবার পছন্দ না হলে তিনি আরেক নামে ডাকতেই পারেন। এমন ঘটনা বহু আছে।

তাই বলে, সন্তানের নাম রাখা নিয়ে বাবা꧟-মায়ের বিরোধ আদালত পর্যন্ত গড়াবে, আব🎀ার দুজনে বিচ্ছেদের পথে হাঁটবেন-এমন ঘটনা সত্যিই বিরল।

আর বিরল ঘটনাই ঘটেছে ভারতের কর্ণাটক💙 রাজ্যের এক দম্পতির মধ্যে। নবজাতক সন্তানের নাম নিয়ে বনিবনা না হওয়ায় বিয়ে বিচ্ছেদ হতে যাচ্ছিল তাদের।

বিরোধ নিষ্পত্তি না হওয়ায় এক পর্যায়ে ঘটনাটি মামলায় গড়ায়। 🉐𝔍তিন বছর ধরে চলা সেই মামলার সম্প্রতি সমাধান দিয়েছেন আদালত।

যেভাবে ঘটনা শুরু
২০২১ সালে শুরু হয় ঘটনা। কর্ণাটক রাজ্যের ২১ বছর বয়সী এক নারী ছ♛েলে সন্তা💎নের জন্ম দেন। নবজাতককে শিশুকে নিয়ে কিছুদিনের জন্য চলে যান বাবা-মায়ের বাড়ি।

নিয়মানুযায়ী সন্তান ও স্ত্রীকে আনতে যাওয়ার কথা স্বামীর। তবে সে সময় স্বামী তার সন্তান🧜ের যে নাম দিয়েছিলেন তা পছন্দ হয় না তার স্ত্রীর। এতে স্বামী বিরক্ত হয়ে স্ত্রীকে আর আনতে যাননি।

তখন স্ত্রী তার নিজের ও স্বামীর নামের অংশ মিলিয়ে সন্তানের জন্য নাম ‘আদি’ ঠিক 🍌করেন। কিন্তু এ নামটি স্বামীর পছন্দ হয় না। এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ শুরু হয়। যা মাস থেকে বছর꧟ে গড়াতে থাকে। এর মধ্যে আর স্ত্রীকে ফেরত আনতে যাননি স্বামী।

অধৈর্য হয়ে স্ত্রী আর্থিক সহায়তা চেয়ে স্থানীয় আদালতে স্বামীর বিরুদ্ধে মামল🌃া ঠুকে দেন। স্ত্রীর আইনজীবী গণমাধ্যমকে বলেন, “স্বামী-স্ত্রীর বিরোধ এতটাই বেড়ে যায় যে, তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে বসেন।”

এক পর্যায়ে সন্তানের দেখাশোনা ও নিজের ভরণপোষণের জন্য স্ত্রী অর্থ চেয়ে বিয়ে বিচ্ছেদের আবেদন করেন। দায়ের করা🦋 মামলাটি প্রথমে স্থানীয় আদালতে দায়ের করা হলেও পরে তা ‘পিপলস কোর্টে’ স্থানান্তর করা হয়।

তবে নিজেদের মধ্যಞে সমঝোতা করে নেওয়ার জন্য বিচারকরা যে প্রস্তাব দেন, তাতেও নিজ নিজ অবস্থানে অনড় ছিলেন ঐ দম্পতি। শে𝕴ষ অবধি সন্তানের নাম ঠিক করে দেন স্বয়ং আদালত।

আদালত থেকে সন্তানের নাম রাখা হয় ‘আর্যবর্ধন’। যার অর্থ ‘আভিজাত্য’। নামকরণ মেনে নেন স্বামী ও স্ত্রী দুজনেই। এরপর ভারতীয় ঐতিহ্য অনুযায়ী 🤪সমঝোতার প্রতীক হিসেবে তারা মালাবদল করেন। সুখে-শান্তিতে সংসার করতে রাজি হন।

প্রসঙ্গত, সন্তানের নাম রাখা নিয়ে আদালত পর্যন্ত যাওয়া, শেষ অবধি আদালত থেকে নাম নির্ধারণ করে দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে কেরালাতেও এক কন্যা শিশুর নাম নিয়ে বাবা-মায়ের মধ্যে বিরোধ তুঙ𓄧্গে উঠেছিল।

নামহীন শিশুকন্যাকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বাধ🤪ার মুখে পড়তে হয়েছিল। শেষ অবধি তারা আদালতের দ্বারস্থ হন। আদালত তিন বছরের মাথায় শিশুকন্যার নাম ঠিক করে দেন।&n💎bsp;

Link copied!