• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আমাজনে ২৮ নতুন প্রজাতির সন্ধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৫:২৯ পিএম
আমাজনে ২৮ নতুন প্রজাতির সন্ধান
ছবি: সংগৃহীত

আমাজনের পেরু অঞ্চলের বৃষ্টিবহুল অরণ্যে ২৮টি নতুন প্রজাতির প্রানীর 🍌সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে উভচর ইঁদুরও রয়েছে, যেটি মাটি ও পানিতে চলাচলে সমান দক্ষ। আরও আছে কাঠবিড়ালি, মাছ, ব্যাঙ, প্রজাপতি প্রভৃতি।

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী, প্রানী সংরক্ষণ ও গবেষণা সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনালের ꧟র‌্যাপিড অ্যাসেসমেন্ট নামের একটি কর্মসূচির শীর্ষ নির্বাহী কর্মকর্তা ট্রন্ড লারসেন বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়।

নতুন আবিষ্কৃত প্রজাতিগুলোর মধ্যে রয়েছে উভচর ইঁদুর, কাঁটাযুক্ত ইঁদুর, ছোটো আকারের একপ্রকার কাঠবিড়ালি, আঁশযুক্ত মাছসহ আট ধরনের মাছ, ত🌄িন ধরনের উভচর এবং ১০ ধরনের প্রজাপতি।

লারসেন বলেন, “আমরা একপ্রকার ইঁদুরের সন্ধান পেয়েছি যে মাটি ও পানিতে চল🍒াচলꦜে সমান দক্ষ, সাধারণত পানি থেকেই তাদের খাবার সংগ্রহ করে। এছাড়া এক ধরনের আঁশযুক্ত মাগুর মাছেরও সন্ধ্যান মিলেছে। এক ধরনের নতুন কাঠবিড়ালির দেখা পাওয়া গেছে, যেটির আকার পূর্নবয়স্ক অবস্থায় সাধারণ মানুষের হাতের তালুর চেয়েও ছোটো।

লারসেনের ধারণা, আমাজনের পেরু অংশে জীববিজ্ঞানীদের তেমন কোন গবেষণা নাই। এর কারণ হিসেবে তিনি মনে ক🎃রেন, ইতোমধ্যে ২৮টি নতুন প্রꩲজাতি আবিষ্কার করতে পেরেছে এবং সামনে দিকে গেলে আরও নতুন প্রজাতির সন্ধান মিলবে।

লারসেন আরও বলেন, “নতুন যে প্রজাতিগুলোর সন্ধান মিলেছে, সেগুলোর আমাজনে𒁃র আলটো মায়ো অঞ্চল ও তার আশপাশেই পাওয়া গেছে। এই অঞ্চলটি একটি সংরক্ষিত অঞ্চল এবং জঙ্গলের খুব ভেতরে নয়। কয়েকটি আদিবা🐽সী অধ্যুষিত গ্রামও এখানে রয়েছে।

যদি জঙ্গলের একদম গভীরে যাওয়া যায়, আরও নতুন প্রানীর সন্ধান পাওয়া যাবে বলে মনে করেন🐓 তিনি।

সূত্র: রয়টার্স

Link copied!