• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গিটার বাজাতে বাজাতে গিটারিস্টের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ১০:১৪ এএম
গিটার বাজাতে বাজাতে গিটারিস্টের মৃত্যু
গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু । ছবি: সংগৃহীত

গিটার বাজাতে বাজাতে রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু মারা গেছেন।
রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাত 🌠৯টার দিকে তার মৃত্যু হয়। পিকলুর বন্ধু সিপাত আলতামুস এই ♏তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছ🔯িলেন পিকলু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া 🔴হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিকলু ছিলেন কিংবদন্ত🌊ি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থ𒆙ীদের অন্যতম।

আশির দশ꧙কের মাঝামাঝিতে তিনি হার্ডরক জনরার ব্যান্ড রকস্ট্রাটা ও জলি রজারসে 𒅌গিটার বাজাতেন। নব্বইয়ের দশকের প্রথমদিকে কিছুদিন তিনি ওয়ারফেজ ব্যান্ডে যোগ দেন।

অর্থহীন ব্যান্ডে যোগ দেন ১৯৯৯ সালে। অর্থহীনের রাতের ট্রেন, গুটি ফ্রম হেল, নির্বোধসহ বেশ কিছু জনপ্রিয় গানে গিটার বাজিয়েছেন পিকলু।
 

Link copied!