খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “চলমান আমন সংগ্রহ মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান-চাল সরবরাহ করলেඣ কৃষক-মিলারদের লোকসানের সুযোগ নেই। কারণ উৎপাদন খরচের সঙ্গে কিছু লাভ যুক্ত করেই সরকারি উচ্চ পর্যায়ের কমিটি এই মূল্য নির্ধারণ করেছ♌ে। আগামী মৌসুমে এই দাম আবারও সমন্বয় করা হবে।”
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্༒জে রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের সঙ্গে মতব🧸িনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণের প্রত্যা♔শা করে আলী ইমাম মজুমদার বলেন, “ধান-চাল সংগ্রহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। যাতে দাম বাড়লে ওএমএস, ভিজিডিসহ বিভিন্নভাবে এই ধান-চাল বাজারে সরবরাহ করে দাম স্থিতিশীল রাখা যায়।”
সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহ💮েম্মদ এনডিসির সভাপতিত্বে অন্যান্যেরꦛ মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আ. খালেক, রাজশাহি বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাইন উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।