বিদেশে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেনকে꧅ ২ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আ🤪দালত।
শনিবার (২১ ডিসেম্বর) ঢাক🧔ার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে ইসম𒆙াইল হোসেনকে 🔯সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিম▨ান্ড আবেদন করে তাকে আদালতে পাঠান🤡ো হয়। এরপর আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ১🔜১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন ইসমাইল হোসেন