• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাকিস্তান থেকে ৮১১টি কনটেইনার নিয়ে এলো জাহাজ, ভেতরে যা যা আছে


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ১০:০০ পিএম
পাকিস্তান থেকে ৮১১টি কনটেইনার নিয়ে এলো জাহাজ, ভেতরে যা যা আছে
এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। ছবি : সংগৃহীত

পাকিস্তান থেকে ৮১১টি (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরের বহ🌄ির্নোঙরে পৌঁছেছে জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং।

শনিবার (২১ ডিস🔴েম্বর) বিকেলে জাহাজটি বন্দরে পৌঁছায়।

এর আগে গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে রওনা দেয় 🦩জাহাজটি।

সংশ্লღিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশে রওনা দেয়। ওই সময় জাহাজটিতে 🐭বাংলাদেশের জন্য নেওয়া হয় ১১৩টি কনটেইনার। এরপর বাংলাদেশের জন্য পাকিস্তানের করাচি থেকে জাহাজে তোলা হয় আরও ৬৯৮টি কনটেইনার।

এর 𓃲মধ্যে ২৮৫টি কনটেইনারে রয়েছে, পরিশোধিত চিনি, ১৭১টি কনটেইনারে ডলোমাইট, ১৩৮টি কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬টি কনটেইনারে কাপড়ের রোল, ২০টি কনটেইনারে আখের গুড়, ১৮টি কনটেইনারে আলু এবং ২০টি কনটেইনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আসা কনটেইনাগুলোতে চিনি, খেজুর, লুব অয়েল ও কিছু খাদ্যপণ্য𒊎 রয়েছে।

গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, “জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার দ্বিগুণ কনটেইনার আসছে। সরাসরি জাহাজটি আসায় কয়েকদিন সময় কম লাগছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হচ্ছে🃏।”

Link copied!