বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাবেক সচি♕ব ইসমাইল হোসেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটকের পর গ্রেপ্তার দেখানো হয়।
শনিবার (২১ ডিসেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন বিমান💯বন্দর থানার ওসি মো. এরশাদ💮 আহমেদ।
এরশাদ আহমেদ বলেন, “বিমা♔নবন্দর টার্মিনাল থেকে শুক🦹্রবার রাত ১০টার দিকে তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। পরে শনিবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
ইসমাইলকে জিজ্🍃ঞাসাবাদের জন💯্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাস♉ন) ১১তম ব্যাচের সদস্য এবং সাবেক ও সমাজকꦜল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন ইসমাইল হোসেন।