• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাহাত ফতেহ আলীর কনসার্ট চলাকালে সড়ক ব্যবহারের যে নির্দেশনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৩:০৭ পিএম
রাহাত ফতেহ আলীর কনসার্ট চলাকালে সড়ক ব্যবহারের যে নির্দেশনা
সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ছবি: সংগৃহীত

‘স্পিরিটস অব জুলাই’ আয়োজিত আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ কনসার্টে আজ শনিবার গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। জুলাই স্মৃতি ফাউন𓂃্ডেশনের জন্য তহবিল সংগ্রহে এইꦺ কনসার্টের আয়োজন।

কনসার্ট উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) বেলা ২টা থেকে  রাত ১১ টা  পর্যন্ত  যান চলাচলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে বিমানবন্দর, কুড়িল ও বনানী র‌্যাম্প ব্যবহারকারীরা  টোল ছাড়া এলিভেটেড  এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া কিছু এলাকায় বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হ🅰য়েছে। গত মঙ্গলবার এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনা মতে যেদিক দিয়ে যাতায়াত করবেন  

১. স্টাফরোড রেল গেট থেকে নৌবাহিনীর সদর দপ্তর ক্রসিং পর্যন্ত টঙ্গী-উত্তরা থেকে গুলশান-বনানী- মহাখালীগামী যানবাহন চলাচল বিঘ্নিত হতে পারে। তাই বেলা ২ টা থেকে রাত ১১টা পর্যন্ত   বিকল্প সড়ক ব্যবহার করতে  পরামর্শ দেওয়া হয়েছে।
২. উত্তরা-বিমানবন্দর থেকে গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন হোটেল রেডিসনের  পূর্বে ইউ টার্ন বা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন।
৩. গুলশান-বনানী-মহাখালীগামী যানবাহন এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর ও কুড়িল র‌্যাম্প ব্যবহার করতে পারবে।
৪. বিমানবন্দর /উত্তরা/টঙ্গীগামী যানবাহন বনানী র‌্যাম্প ব্যবহার করে চলাচল করতে পারবে।
৫. ইসিবি চত্বর থেকে বনানীগামী উড়ালসড়কের লুপ বন্ধ থাকবে।
৬. ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহন কুর্মিটোলা হাসপাতালের সামনের র‌্যাম্প ব্যবহার করে বনানীর দিকে যাতায়াত করতে পারবে।
৭. র‌্যাম্প ব্য♚বহারের ক্ষেত্রে মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও বাইসাইকেল ব্যবহার করা যাবে না।

এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহীদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ দ🐭েওয়া হবে।&๊nbsp;

রাহাত 🀅ফতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছে।

কনসার্টে রাহাত ছাড়াও দেশি ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ 𝄹ও সিলসিলার শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এর বাইরে র‍্যাপ সংগীতশিল্পী সেজান ও হান্নানের পরিবেশনা🌠র কথা রয়েছে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চনাটক, মুগ্ধ ওয়াটার জোনসহ বিভিন্ন কর্নার থাকবে।

Link copied!