সুখবর দিল বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। আগামী ২৫ ডিসেম্বর (বুধবার) নীলা-বর্ষা রিভারকুইন পার্ক, সাভার-এ⛦ ‘বাচসাস পরিবার দিবস ২০২৪’ অনুষ্ঠিত হবে🎶। সম্প্রতি বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়।
বাচসাস সদস্যরা তাদের পরিবারসহ এই আয়োজনে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য সদস্যদের নিবন্ধন করতে হবে বলে জানান বাচসাসের সাধারণ সম্পাদক রাহাত সাইফুল। নিবন্ধনের জন্য উদযাপন কমিটির আহ্🧔বায়ক লিটন রহমান, সদস্য সচিব দুলাল খানের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নিবন্ধন করা যাবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
বাচসাসের পরিবা🥃র দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে সদস্য সন্তানদের ক্রীড়া প্রতিযোগিতা। এ ছাড়া সদস্যদের জন্য বিশেষ উপহার এবং র্🔯যাফেল ড্র। বিকেলে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।