গ্ল্যামার গার্ল অভিনেত্রী পরীমনি। নিজের রূপের গ﷽ুণে ভক্তদের মাত করে রেখেছেন তিনি। এ ছাড়া নিজের ঝুলিতে তুলে নিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ছবি। বর্তমানে মানসম্মত ছবি বেছে বেছে কাজ করছেন এই নায়িকা।
২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় এই পরীমনির। এরপর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা পান এই চিত্রনায়িকা। &nbsℱp;রূপে, গুণে ও অভিনয়ে কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু তাই নয়, বড় পর্দায় যখন পরীর অভিষেক হয় তখন থেকেই নানা কার🐈ণে খবরের শিরোনামে ছিলেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্ব🅺র) এই অভিনেত্রী দিলেন নতুন তথ্য। ওইদিন বিকেলে পরী তার ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছ𒆙েন। ক্যাপশনে লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলিত করে ’।
জানা গেছে, কলকাতায় ‘ফেলুবক্সী’ সিনেমা🎃 দিয়ে টলি🐎উডে অভিষেক হতে চলছে পরীমনির। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে কাঙ্ক্ষিত সিনেমাটি। আর মুক্তি উপলক্ষে এবার সামনে আনলেন সিনেমায় পরীমনির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য।
সিনেমাটি নিয়ে পরীমনি বলেন, ‘এই সিনেমার ‘লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে, এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করেছি। কতটা ভাꩲলো পেরেছি বা পারছি, সেটা দর্শক বলবে। তবে এইটুকু বলতে পারি সিনেমাটি নারীদের আত্মবিশ্বাসী করে তুলবে।’
‘ফেলুবক্সী’ শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমনি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী ꦯমধুমিতা সরকার।
এদিকে ‘শুক্রবার (২০ ডিসেম্বর) পরীমনি যাচ্ছেন এশিয়ান টাউন এম্ফিথিয়েটার, দোহা, কাতার। যেখানে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপ ‘হ্যালো সুপারস্টারস’-এর আয়োজনে ও বাংলাদেশ দূতাবাস কাতারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘দি গ্র্যান্ড কালচারাল শো’ হতে যাচ্ছেন⛎।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মཧুক্তি পেয়েছে পরীমনির ওয়েব সিরিজ ‘রঙিল🌟া কিতাব’। সিরিজটিতে সুপ্তি চরিত্রে অভিনয় করে প্রশংসায় ভাসছেন এ নায়িকা।