জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের দিন বিয়ের পিঁড়িতে বসেন তিনি। খবরটি 🔯অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
শশীর স্বামীর নাম খালিদ হোসেন অভি। তিনি ব🦩্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত আছেন। তিনি পেশায় একজন ডাবিং ডিরেক্টর।
সোমবার রাতে নিজের ফেসবুকে বরের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি দিয়ে শশী লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত! ‘রিপ্𒁃লাই ১৯৯৮’ সিরিজের মাধ্যমে আমাদের বন্ধুত্ব শুরু। বর্তমানে তা আজীবনের বন্ধনে রূপ নিল। ছোট পরিসরে একটি অনুষ্ঠানের মাধ্যমে পরিবারের আশীর্বাদ নিয়ে, আমরা একসাথে জীবনের নতুন অধ্যায় প্রবেশ করেছি। আপনাদের ভালোবাসা ও প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। অনুগ্রহ করে আমাদের আপনার দোয়ায় রাখবেন।”
প্রেম ও পরিণয় নিয়ে শশী বলেন, “প্রায় দেড় বছর আগে আমাদের পরিচয়। এর মধ্যে দীর্ঘদিন ধরেই আমাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে আমꦉরা সিদ্ধান্ত নিই ꦍবিয়ে করার। আজ বিয়ে করলাম।”