• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাকিবকে আদালতের সমন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:৪৮ পিএম
সাকিবকে আদালতের সমন
সাকিব আল হাসান। ফাইল ছবি

চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও সাবেক স🗹ংসদ সদস্য সাকিব আল হাসানসহ চারজনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর)ꩵ ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মো. মাহবুবুল হক এই নির্দেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খন্দকার শাহরিয়ার আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাকিব আল হাসানসহ🅰 চারজনের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর একটি চেক জালিয়াতির মামলা হয়। আজ এ মামলায় শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে প্রত্যেককে আদালত🐓ে হাজির হতে নির্দেশ দিয়েছেন।

অপর আসাম꧑ি꧑রা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গাজী শাহাগীর হোসাইন, পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম। মামলায় আল হাসান অ্যাগ্রো ফার্মকেও আসামি করা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর ব্💦যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে আদালতে এ মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম ব্যবসায়িক উদ্দেশে বিভিন্ন সময় আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থে🍨কে ঋণ গ্রহণ করে। তার বিপরীতে দুটি চেক ইস্যু করে সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। এরপর দুটি চেক জমা দিয়ে তা থেকে টাকা উত্তোলন করতে গেলে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। দুই চেকে টাকার পরিমাণ প্রায় চার কোটি ১৫💜 লাখ।

চেক ডিজঅনার হওয়ার পর সাকিবের প্রতিষ্ঠানকে এবং সাকিবসহ চারজনকে পাওনা টাকা পরিশোধের জন্য উকিল নোটিশ, লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তার🍌া টাকা পরিশোধ করেননি। ব্যাংকের কাছে প্রতীয়মান হয়েছে যে, তাদের ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকা সত্ত্বেও তারা চেক দিয়ে ব্যাংকের 💟সঙ্গে প্রতারণা করেছেন।

এই আদেশের♉ ফলে সাকিবসহ আসামিদের আদালতে উপস্থিত হতে ﷺহবে। নির্ধারিত তারিখে হাজির না হলে তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন।

Link copied!