• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ওয়েব ফিল্মে ভাইরাল সেই পূর্ণী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৪, ০২:৩৬ পিএম
এবার ওয়েব ফিল্মে ভাইরাল সেই পূর্ণী
পারশা মাহজাবীন পূর্ণী। ছবি: সংগৃহীত

পারশা মাহজাবীন পূর্ণী। জুলাই আন্দোলনে গান গেয়ে ভাইরাল হওয়া গায়িকা। এরই মধ্যে মৌলিক গান প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গেয়েছেন নাটকের গানও। এখা🎀নেই থেমে নেই,অভিনয় শুরু করেছেন পূর্ণী।

নির্মা🌳তা প্রবীর রায় চৌধুরীর ‘লাই লাইন’ শিরোনামের নাটকে অভিনয় করেছেন। গান করেছেন ‘লাভ সাব’ নাটকে। এ ছাড়া মাহমুদুর রহমান হিমির নাটকেও অভিনয় করেছেন গায়িকা।

তবে এসব পরিচয়ের বাইরে হুট করে পারসা সমাদৃত হয়েছেন গেল জুলাই-আগস্টে গাওয়া একটি গানের কারণে। ‘চলো ভুলে যাই’ শিরোনামের গানটি নতু൩ন করে পারসাকে জনপ্রিয় করেছে। গেল ২৭ জুলাই গানটি আপলোডের পর সেটি অসংখ্য  মানুষ শেয়ার মন্তব্য করেছেন। আন্দোলন বেগবান করতেও ভূমিকা রেখেছে গানটি।

জানা গেলো সেই পারসা অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব ফিল্মে। ওটিটি প্লাটফর্ম চরকির নতুন সিরিজ ’ঘুমপরী’ ওয়েব ফিল্মে যুগল হিসেবে দেখা 𒅌যাবে প্রীতম–তিশাকে।

 এই ফিল্মেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন জুলাই–আগস্টের আন্🅠দোলনে ‘চলো ভুলে যাই’ গান গেয়ে ভাইরাল হওয়া পারসা মাহজাবীন। এটি নির্মাণ করবেন তরুণ নিꦛর্মাতা জাহিদ প্রীতম।

Link copied!