• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাদা গাউনে ঝড় তুলেছেন রুনা খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৩:৫৬ পিএম
সাদা গাউনে ঝড় তুলেছেন রুনা খান
অভিনেত্রী রুনা খান। ছবি: ফেসবুক থেকে

জাতীয় চলচ্চিত্র পারস্কার প্রাপ্ত অভিনেত্রী রুনা খান। বিভিন্ন সময় নিজের ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় থাকেন এই অভিন🌌েত্রী। এমনকি এসব ছবি নিয়ে সংবাদ মাধ্যমে খবর বের হয় নিয়মিত। বেশ কিছু আবেদনময়ী লুকে তোলা ছবি এই অভিনেত্রীর ভাইরালও হয়েছে।

সম্প্রতি ভক্তদের চমকে দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি হাজির হলেন নতুন আউটফিটে। খোলামেলꦚা পোশাক পরে আবারও আলোচনায় এলেন র🐼ুনা খান।

৪১ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন সবখানে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি।
বৃহস্🌼পতিবার ♑(৫ ডিসেম্বর) সকালেই সাদার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি।

ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি। যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা মিলেছ꧅ে অভিনেত্রীর🐎। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে।

এক সাক্ষাৎকারে অভিনেত্র💙ী বলেছেন ৮০ বছর বয়সেও মডেলিং♈ করতে চান তিনি।

রুনা  খান বলেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদের তো এই প্রশ্ন করা হয় না; তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরও সুন্দর, আকর্ষণীয় দেখাতেꦯ পারে, একই জিনিস।’

জানা গেছে, জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে।𝄹 দে♏শে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রির ঘটনা নিয়েই নির্মিত হয়েছে ‘লীলা মন্থন’ এর গল্প।

Link copied!