• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ওটিটিতে কুসুমের ‘শরতের জবা’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৪:৫২ পিএম
এবার ওটিটিতে কুসুমের ‘শরতের জবা’
কুসুম সিকদার। ছবি: ফেসবুক থেকে

দুই মাস হলো কুসুম সিকদার পরিচালিত ‍‍`শরতের জবা‍‍` মুক্তি পেয়েছে। এরই মধ্যে কুড়িয়েছে সুনামও। এবার ওটিটি💜 প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী ১২ ডিসেম্বর দুপুর 𝐆৩টা থেকে স্ট্রিমিং হবে সিনেমাটি।

নিজের লেখা বই ‍‍`অজাগতিক ছায়া‍‍` থেকে ‍‍`শরতের জবা‍‍` গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন অভিনেত্রী। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ 🌊সালের বইমেলায় এই বইটি ‍‍`অজাগতিক ছায়া‍‍` তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

 

 

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‍‍`শরতের জবা‍‍`। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জব✃া।

কুসুম স🔜িকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভ꧙ূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

 

 

Link copied!