• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাহরুখ,আলিয়াকে পেছনে ফেলে সেরা তৃপ্তি দিমরি!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:৫৮ পিএম
শাহরুখ,আলিয়াকে পেছনে ফেলে সেরা তৃপ্তি দিমরি!

আবারও ন্যাশনাল ক্রাশের তকমা ছিনিয়ে নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃপ্তি দিমরি। রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার🧸 পর, ‘ভাবী ২’ নামে যেভাবে শোরগোল ফেলে দিয়েছিল তৃপ্তি, তা থেকে বোঝাই গিয়েছিল এই সুন্দরী লম্বা রেসের ঘোড়া, হলও তেমন। 

‘অ্যানিম্যাল’ সিনেমার  সাফল্যকে সঙ্গী করে বলিউডের একের পর এক হাই ভোল্টেজ ছবিতে নায়িকা হয়ে শক্ত অবস্খান তৈরি করেছেন। আর এবার সেই তৃপ্তিই শাহরুখ, আলিয়া, দীপি🅷কা, ঐশ্বরিয়ার থেকে কেড়ে নিলেন সেরার💯 মুকুট।

‘ভাবী ২’-এর দুরন্ত ম্যাজিকেই আইএমডিবি তালিকায় দেশের সবচেয়ে জনপ্রিয় তারকার আসন ছিনিয়ে নিলেন তৃপ্তি দিমরি। তবে শুধু শাহ💧রুখ, আলিয়া, দীপিকা, ঐশ্বর্য নয়। এই তালিকায়, তৃপ্তি পিছনে ফেললেন দক্ষিণী তারকা সামান্থাকেও।

তার ‘লায়লা মজনু’ সিনেমা নজর কেড়েছিলেন। এর পর আসে ওয়েব সিরিজ ‘বুলবুল’। কিন্তু পর্দায় তৃপ্তি দিমরির চমক থাকলেও, তৃপ্তি কিন্তু বলিউডে ঠিক জায়গাটা ♓খুঁজে পাচ্ছিলেন না। ঠিক তখনই অফার আসে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমার। 

আর তার পরেই তৃপ্তির ভাগ্যোদয় একের পর এক ছবিতেই সই। বলিউডের বিগ বাজেটের ছবিতেও তৃপ্তির এন্ট্রি। তা কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুলভুলাইয়া ৩’ হোক বা সিদ্ধান্তের সঙ্গে করণের নতুন ছবি ‘ধড়ক ২’। তৃপ্তির এখন হাইജ ডিম্যান্ড। তাকে নিয়ে বলিউড চলছে নানা হৈ চৈ।

Link copied!