বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বা💯রাসাত রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার তিনজনই🧔 কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য বলে এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস൲্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিলেন হ💎িন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় বলে জানা গেছে। তারা যে বজরং দলেরই সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনের ন�⛄�েতা বাপন বিশ্বাস।
গ্রেপ্তার হওয়া তিনজনকে মুক্তি দেওয়া না হলে তাহলে তারা বড় আন্দোলনে নামবেন 💧বলে জানান বাপন বিশ্বাস।