• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতে যত্নে থাকুক বাগানের শখের গাছগুলো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:০৯ পিএম
শীতে যত্নে থাকুক বাগানের শখের গাছগুলো
ছবি: সংগৃহীত

নানা রঙের ফুলের মৌসুম শীত। এসময় লাল, হলুদ, নীল বা বেগুনী এরকম অসংখ্য রঙে রাঙিয়ে উঠে বাগান। অনেকেই ছাদে বা বারান্দায় কিংবা ঘরের সামনে বাগান করতে ভালোবাসেন। তবে শুধুౠ বাগান করলেই তো হয় 🔯না প্রতি ঋতুতে চাই তার আলাদা আলাদা যত্নের। বিশেষ করে শীতে চাই আলাদা যত্নের। চলুন শীতে শখের বাগানের যত্ন যেভাবে নেবেন তা জেনে নেই-

  • শীতে আবহাওয়া স্বভাবতই ঠান্ডা থাকে। তবে তীব্র ঠান্ডা গাছের জন্য উপযুক্ত না। তাই গাছের গায়ে যেন ঠান্ডা হাওয়া না লাগে, তার জন্য পাতলা প্লাস্টিক বা ফাইবারের শিট দিয়ে বাগানের চারপাশ ঘিরে রাখতে পারেন।
  • যদি বাগানের চারপাশ ঘিরে ফেলতে না পারেন তবে টবের মাটি মোটা কাপড়, খড়, বা নারকেল ছোবড়া জাতীয় জিনিস দিয়ে ঢাকা দিয়ে রাখতে পারেন। এতে ঠান্ডা খুব একটা গাছের ক্ষতি করতে পারবে না।
  • শীতে যেহেতু আবহাওয়া শুষ্ক থাকে তাই মাটিও শুষ্ক হয়ে যায়। তাই বাগানের মাটিতে যাতে পর্যাপ্ত পানি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • প্রচন্ড ঠান্ডায় অঙ্কুরিত বীজ বা ছোট চারা নষ্ট হয়ে যেতে পারে। এদের বাঁচাতে পাটের বস্তার মোড়কের মধ্যে রাখতে পারেন।
  • গাছ যদি টবে লাগানো থাকে তাহলে খুব ঠান্ডা পড়লে গাছগুলো একসঙ্গে জড়োসড়ো করে রাখুন। এতে গাছের গায়ে কম ঠান্ডা লাগবে না।
  • শীতে গাছের পাতা শুকিয়ে যায়। গাছের ডাল, পাতা শুকিয়ে গেলে তা ছেঁটে দিন। তবেই সেখান থেকে আবার নতুন পাতা জন্মাবে।
Link copied!