• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারী ওয়ানডে সিরিজ

ভারত প্রথম ম্যাচেই হারল অস্ট্রেলিয়ার কাছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪, ০৬:২৫ পিএম
ভারত প্রথম ম্যাচেই হারল অস্ট্রেলিয়ার কাছে
স্মৃতি মন্ধনা আউটের পর অজি ফিল্ডারদের উল্লাস। ছবি : সংগৃহীত

এ পর্যন্ত সাত বার নারী ওয়ানডে ༺বিশ্বকাপের শিরোপা জিতেছে এবং দুই বার রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া। আর ভারত মাত্র দুই বার রানার্সআপ হতে পেরেছে। ফলে বোঝাই যায়, কাদের শক্তি কতটা।

বিশ্ব নারী ক্রিকেটের স📖বচেয়ে শক্তিশালী দল সেই অস্ট্রেলিয়ার কাছে বৃহস্পতিবার ভারতীয় দল ৫ উইক♏েটে হেরে গেছে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে। কোনো প্রকার ছন্দেই দেখা গেল না ভারতীয় দলকে।

ভারতের দুই💞 ওপেনার ব্যর্থ হলেন। স্মৃতি মন্ধনার বছরের মাঝামাঝি পর্যন্ত সময়টা ভালো গেল🌳েও এশিয়া কাপ থেকে ফর্ম একদম তলানিতে চলে এসেছে।

স্মৃতি মন্ধনা করলেন মাত্র ৩ রান, আরেক ওপেনার প্রিয়া পুনিয়া করলেন ৮ রান। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেন জেমিমা রদ্রিগেজ। এই রান দেখেই বোঝা যাচ🌌্ছে ভারতীয় দল অজি বোলারদের সামনে ঠিক কতটা বিধ্বস্ত হয়েছে ব্রিসবেনের মাটিতে।

প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৩৪.২ ওভারেই অলআউট হয়ে যায় ভারতীয় দল। ওপেনাররা একদম ব্যর্থ হন। পাশাপাশি মিডল অর্ডারও ব্যর্থ হয়। ভারতের অধিনায়ক হরমনপ্র💃ীত কৌর করলেন ৩১ বলে ১৭ রান। আরেক মিডল অর্ডার ব্যাটার হার্লিন দিওল করলেন ৩৪ বলে ১৯ রান।  জেমিমা🍸 রদ্রিগেজ এই ম্যাচে ব্যাটিং অর্ডারে কিছুটা পিছনের দিকে এসেছিলেন।

পাঁচ নম🌃্বরে ব্যাটিং করতে এসে জেমিমা রদ্রিগেজ করলেন ৪২ বলে ২৩ রান, যা ভারতীয়দের মধ্꧟যে সর্বোচ্চ। রিচা ঘোষ করলেন ৩৫ বলে ১৪ রান।

একাই ভারতীয় ইনিংসে ধ🐼স নামান মেগান স্কোট। ৬.২ ওভারে ১টি ম𒀰েডেনসহ মাত্র ১৯ রান দিয়ে ৫টি উইকেট তার দখলে। ম্যাচসেরাও হন মেগান।

জবাবে ব্যাট করতে নেমে এই রান তুলতে একটু অবশ্য অসুবিধায় পড়তেই হল অজিদের। কারণ শুরুটা তাদের ওপেনাররা ভালো করলেও ভারতীয় বোলাররাও পাল্টা আঘাত করেন। ১০২ রান তুলতেই তাদের পা💞ঁচ উইকেট ফেলে দেন ভারতীয়রা।

ওপেনার লিচফিল্ড ২৯ বলে ৩৫, আরেক ওপেনার জর্জিয়া ভোল ৪২ বলে ২৬ রান করলেন। তবে ৪২ বলে অপরাজ🧸িত ৪৬ রান🐟 করে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জর্জিয়া ভোল।

ভারতের রেনুকা সিং⛎ নেন ৩টি উইকেট। প্রিয়া মিশ্রা নেন 🔯২টি উইকেট।

Link copied!